ম্যাঞ্চেস্টার: প্রধান কোচ রবি শাস্ত্রী আগেই করোনা আক্রান্ত হন। এরপর বৃহস্পতিবার অ্যাসিস্ট্যান্ট ফিজিও যোগেশ পারমারেরও করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসে। ফলে শুক্রবার থেকে শুরু হতে চলা পঞ্চম টেস্টের আগে ভারতীয় শিবিরে উদ্বেগ তৈরি হয়। পঞ্চম টেস্ট আদৌ হবে কি না, সেটা নিয়েই সংশয় তৈরি হয়। তবে শেষপর্যন্ত জানা গেল, ভারতের ২১ জন ক্রিকেটারেরই করোনা পরীক্ষার রিপোর্ট নেগেটিভ এসেছে। ফলে আশা করা যায় ভারত-ইংল্যান্ড সিরিজের পঞ্চম তথা শেষ টেস্ট ম্যাচ হওয়া নিয়ে কোনও সমস্যা হবে না।
ওভালে এই সিরিজের চতুর্থ টেস্ট চলাকালীন করোনা আক্রান্ত হন ভারতীয় দলের প্রধান কোচ। তাঁর সঙ্গে ফিল্ডিং কোচ ভরত অরুণ ও ফিজিও নীতিন পটেলকে ১০ দিন আইসোলেশনে থাকার নির্দেশ দেওয়া হয়। ফলে তাঁরা কেউই ভারতীয় দলের সঙ্গে ম্যাঞ্চেস্টারে আসতে পারেননি। এই পরিস্থিতিতে অ্যাসিস্ট্যান্ট ফিজিও-ও করোনা আক্রান্ত হওয়ায় ভারতীয় দল সমস্যায় পড়ে গিয়েছে।
বিসিসিআই-এর এক কর্তা জানিয়েছেন, ভারতীয় দলের সব ক্রিকেটারেরই করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ এসেছে। ফলে পঞ্চম টেস্ট ম্যাচ হওয়ার সম্ভাবনা উজ্জ্বল। তবে সূত্রের খবর, ভারতীয় দলের একজন সিনিয়র ক্রিকেটার এই টেস্ট ম্যাচে খেলতে চাইছেন না। কারণ, তাঁর আশঙ্কা, খেলা চলাকালীন কেউ করোনা আক্রান্ত হয়ে যেতে পারেন। এই সিনিয়র ক্রিকেটারের পরিবারের লোকজনও চাইছেন না তিনি ওল্ড ট্র্যাফোর্ডে খেলুন। বিসিসিআই-এর পক্ষ থেকে তাঁকে রাজি করানোর চেষ্টা চালানো হচ্ছে।
চলতি সিরিজে ২-১ এগিয়ে ভারতীয় দল। ট্রেন্ট ব্রিজে বৃষ্টিবিঘ্নিত প্রথম টেস্ট ড্র হওয়ার পর লর্ডসে দ্বিতীয় টেস্টে দুর্দান্ত জয় পায় ভারত। তবে হেডিংলিতে তৃতীয় টেস্টে ইনিংসে হারেন বিরাট কোহলিরা। ওভালে চতুর্থ টেস্টে অবশ্য দুর্দান্তভাবে ঘুরে দাঁড়ায় ভারতীয় দল। ইংল্যান্ডকে ১৫৭ রানে হারিয়ে সিরিজে এগিয়ে যান বিরাটরা। ফলে পঞ্চম টেস্ট না হলে ভারতই সিরিজ জিতবে। তবে সূত্রের খবর, ভারতের বেশিরভাগ ক্রিকেটারই পঞ্চম টেস্ট খেলতে চাইছেন।