প্যারিস: এই ম্য়াচটা জিতলেই পদক নিশ্চিত ছিল। এমনকী শুধু পদকই নয়। হাতছানি ছিল সোনা জয়ের। কিন্তু সেমিতেই আটকে গেলেন আমন শেরাওয়াত (Aman Sehrawat)। হেরে গেলেন জাপানের প্রতিদ্বন্দ্বী রেই হিগুচির বিরুদ্ধে। ১০-০ ব্যবধানে জয় ছিনিয়ে নিলেন জাপানের প্রতিদ্বন্দ্বী। তবে এই ৫৭ কেজি বাউট থেকে এখনও পদক জয়ের সম্ভাবনা রয়েছে ভারতের। ব্রোঞ্জ পদক জয়ের লড়াইয়ে নামবেন ভারতের এই কুস্তিগীর। পুয়ের্তো রিকোর ড্যারিয়ান ক্রুজের বিরুদ্ধে খেলতে নামবেন ভারতের আমন। 


এদিন প্রথম দুটো বাউটে যেভাবে পারফর্ম করেছিলেন আমন, তাতে আশা করা যাচ্ছিল যে সেমিতে কঠিন লড়াই হলেও ম্য়াচ জিতবেন ভারতীয় কুস্তিগীর। কিন্তু জাপানের কুস্তিগীর দাঁড়াতেই দিলেন না আমনকে। মাত্র কয়েক মিনিটের মধ্যে খেলায় ১০-০ ব্যবধানে জয় ছিনিয়ে নেন জাপানের প্রতিদ্বন্দ্বী।


 






বৃহস্পতিবার প্রথম ম্যাচে পুরুষদের ৫৭ কেজি বিভাগে পঞ্চম বাছাই আমনের প্রতিপক্ষ ছিলেন নর্থ ম্যাসিডোনিয়ার ভ্লাদিমির এগোরভ। সেই ম্যাচে প্রথম রাউন্ডে ৪-০ পয়েন্টে এগিয়ে যান আমন। দ্বিতীয় পর্বে ১০-০ পয়েন্টে এগিয়ে গিয়েছিলেন আমন। সেই সময় টেকনিক্যাল সুপিরিওরিটির কারণে ম্যাচে আমনকে জয়ী ঘোষণা করা হয়। পুরুষদের ফ্রি স্টাইল কুস্তিতে ৫৭ কেজি বিভাগের কোয়ার্টার ফাইনালে পৌঁছে যান আমন।








এদিকে, হকির ব্রোঞ্জ ম্য়াচে ভারত হারিয়ে দিল স্পেনকে। ২-১ গোলে হারিয়ে টানা দ্বিতীয়বার অলিম্পিক্সের মঞ্চ থেকে পদক জিতে নিলেন হরমনপ্রীতরা। ২-১ গোলে স্পেনকে হারাল ভারতীয় হকি দল । টোকিও অলিম্পিক্সেও ব্রোঞ্জ জিতেছিল হরমনপ্রীতের টিম ইন্ডিয়া । পরপর দুবার অলিম্পিক্সে ব্রোঞ্জ জয় ভারতের। অধিনায়ক হরমনপ্রীতের জোড়া গোল। এবারের প্যারিস অলিম্পিক্সে চতুর্থ পদক জয় ভারতের। এই নিয়ে অলিম্পিক্সের মঞ্চে ১৩ বার পদক জিতল ভারত। 

জার্মানির কাছে হেরেই প্যারিসে সোনার স্বপ্নে ইতি টানতে হয়েছিল ভারতীয় হকি দলকে। সেমিফাইনালে জার্মানির কাছে হেরে ব্রোঞ্জের ম্যাচে স্পেনের মুখোমুখি হয়েছিল ভারত। যে ম্যাচ আবার ছিল কিংবদন্তি গোলকিপার পি আর শ্রীজেশের শেষ ম্যাচ। যিনি আগেই ঘোষণা করে দিয়েছিলেন যে, স্পেনের বিরুদ্ধে ম্যাচের পরই ভারতের জার্সি তুলে রাখবেন।