নয়া দিল্লি: একই কায়দায় পর পর খুন! ১ বছর ১ মাসের মধ্যে ৯টি খুন। খুনের ধরণও এক। খুন হচ্ছেন একই বয়সের মহিলারা। আর এই ঘটনা প্রকাশ্যে আসতেই হাড়হিম হয়ে যাচ্ছে উত্তরপ্রদেশে। তবে কি এই ঘটনা 'সিরিয়াল কিলিং' এর সঙ্গে সম্পর্কিত? প্রশ্ন উঠছে সেখানেই। 



উত্তরপ্রদেশ পুলিশের তরফে জানান হয়েছে, বরেলির সীমান্তবর্তী শাহী, শীষগড় ও শেরগড় থানা এলাকায় এই সিরিয়াল কিলার আতঙ্ক দেখা দিয়েছে। মহিলাদের তাঁদের পরনের শাড়ি দিয়েই গলায় পেঁচিয়ে খুন করা হচ্ছে। পরিসংখ্যান থেকে বোঝা যাচ্ছে, মহিলাদের বয়স ৪০ থেকে ৬৫ বছরের মধ্যে। সব ক্ষেত্রেই আখের ক্ষেতে কাপড়-চোপড় ছিন্নভিন্ন অবস্থায় দেহ পাওয়া গেলেও যৌন নিপীড়নের কোনো চিহ্ন পাওয়া যায়নি। 


গত বছরের জুনে পরপর তিনটি খুনের ঘটনা ঘটে, এরপর জুলাই, আগস্ট ও অক্টোবরে একটি করে এবং নভেম্বরে দুটি হত্যাকাণ্ড ঘটে। এরপর থেকে যদিও কোনও খুন হয়নি তবে নিশ্চিন্ত থাকতে পারছে না পুলিশ থেকে স্থানীয় বাসিন্দারা। ইতিমধ্যেই ৩০০ পুলিশ এবং অতিরিক্ত বাহিনী ১৪টি দলে ভাগ হয়ে নজর রাখছেন এলাকাগুলিতে।                                          


উত্তরপ্রদেশ পুলিশ সূত্রে খবর, যেসব এলাকায় হত্যাকাণ্ড ঘটেছে সেখানকার বেশ কয়েকজনের সঙ্গে কথা বলার পর পুলিশ সন্দেহভাজন তিনজনের স্কেচ প্রকাশ করেছে। স্থানীয়দের কাছে ওই ব্যক্তিদের বিষয়ে কোনও তথ্য থাকলে অবিলম্বে তা প্রকাশ করতে বলা হয়েছে। 


আরও পড়ুন, জলমগ্ন রাস্তায় যুবতীকে টেনে নামিয়ে উল্লাস, যোগীরাজ্যে মহিলাকে জনপথে চরম হেনস্থা


এসপি (দক্ষিণ) মনুশ পারেক বলেছেন, '২ জুলাই শাহী থানা এলাকায় একটি আখের ক্ষেতে একজন মহিলার মৃতদেহ পাওয়া গিয়েছিল। সেই সময় একটি মামলা নথিভুক্ত করা হয়েছিল। এর পর থেকেই পর পর একই কায়দায় খুনের খবর সামনে আসে। ইতিমধ্যেই পুলিশের অনেকগুলি দল কাজ করছে এবং টহল চালানো হচ্ছে। চেকপয়েন্টও স্থাপন করা হয়েছে এবং সন্দেহজনক যানবাহন পরিদর্শনের জন্য থামানো হচ্ছে। গ্রামে গ্রামে পরামর্শ জারি করা হয়েছে, মানুষকে সতর্ক থাকতে বলা হয়েছে। আমরা শীঘ্রই এর পিছনে কারা রয়েছে তা উদঘাটন করব।"


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে