নয়াদিল্লি: এশীয় বক্সিং চ্যাম্পিয়নশিপের ফাইনালে পৌঁছে গেলেন ভারতের অমিত পাংহাল। শুক্রবার সেমিফাইনালে কাজাকস্তানের সাকেন বাইবোসিনভকে ৫-০ গেমের ব্যবধানে একপেশেভাবে হারালেন তিনি। ৫২ কেজি বিভাগে গত বছর সোনা জিতেছিলেন। এবার ফের এশিয়া চ্যাম্পিয়ন হওয়ার সুযোগ অমিতের সামনে।


শুক্রবার অমিতের প্রতিপক্ষ সাকেন বেশ নামী বক্সার। বিশ্ব চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ পদক জয়ী। যদিও অমিতের সামনে দাঁড়াতে পারেননি। ম্যাচের শুরু থেকে দাপট দেখিয়ে ফাইনালে পৌঁছলেন শীর্ষবাছাই ভারতীয় বক্সার।


৫২ কেজি ক্যাটাগরিতে বিশ্বের এক নম্বর বক্সার ভারতের অমিত পাংহাল। প্রায় এক দশক পরে কোনও ভারতীয় বক্সার এই সম্মান অর্জন করেছেন। ২০০৯ সালে শেষবার বিজেন্দ্র সিংহ এই সম্মান পেয়েছিলেন। বিশ্বের এক নম্বর হওয়ার পর হরিয়ানার রোহতকের ২৪ বছর বয়সী এই বক্সার বলেছিলেন, 'বিশ্বের এক নম্বর হওয়ার পরে আত্মবিশ্বাস কিছুটা হলেও বাড়ল। নিজেকে উজ্জ্বীবিত করতে পারব। কিন্তু জায়গাটা ধরে রাখাটা কঠিন।' ২০১৮ সালে কমনওয়েলথ ও এশিয়ান গেমসে সোনা জিতেছিলেন অমিত। বিশ্ব মিটেও পদক জিতেছিলেন। যা দেখে ভারতীয় বক্সাররা উচ্ছ্বসিত।


এশিয়ান বক্সিং চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠেছেন ৬ বারের বিশ্বচ্যাম্পিয়ন এম সি মেরি কম ও সাক্ষী। ৫১ কেজি বিভাগের লড়াইয়ে মঙ্গোলিয়ার লুৎসাইখন আলতানৎসেৎসেগকে ৪-১ ফলে হারিয়ে দেন মেরি কম। অন্যদিকে, ৫৪ কেজি বিভাগের লড়াইয়ে দু’বারের যুব বিশ্বচ্যাম্পিয়ন সাক্ষী ৩-২ ফলে হারিয়ে দেন কাজাকস্তানের দিনা ঝোলাম্যানকে। ভারতের দুই মহিলা বক্সার নিজেদের বিভাগের ফাইনালে উঠলেও, সেমিফাইনালে কাজাকস্তানের বক্সার আলুয়া বালকিবেকোভার কাছে ০-৫ ফলে হেরে ব্রোঞ্জ পেয়েই সন্তুষ্ট থাকতে হল মনিকাকে।


দুবাইয়ে এই প্রতিযোগিতায় যোগ দিতে যাওয়ার পথে সমস্যায় পড়তে হয়েছিল ভারতীয় দলের সদস্যদের। পদ্ধতিগত ভুল বোঝাবুঝির জেরে তাঁদের নিয়ে যাওয়া উড়ান আধ ঘণ্টা দুবাইয়ের আকাশে চক্কর কাটে। বিমানের জ্বালানি শেষ হয়ে আসছিল। শেষ পর্যন্ত সংযুক্ত আরব আমিরশাহির ভারতীয় দূতাবাসের আধিকারিকদের মধ্যস্থতায় সমস্যা মেটে। তবে শুরুটা সমস্যার মধ্যে দিয়ে হলেও, প্রতিযোগিতা শুরু হওয়ার পর নিজেদের জাত চেনালেন অমিত-মেরি'রা।