কলকাতা: কাল সৌরভ গঙ্গোপাধ্যায়ের (Sourav Ganguly) বাড়ি যেতে পারেন অমিত শাহ (Amit Shah)। নৈশভোজে সৌরভের বেহালার বাড়ি যেতে পারেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। সংস্কৃতি মন্ত্রকের অনুষ্ঠানের পরে সৌরভের বাড়ি যেতে পারেন অমিত শাহ।


বাংলা সফরে এসেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। শুক্রবার ভিক্টোরিয়া মেমোরিয়ালে সংস্কৃতি মন্ত্রকের অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা তাঁর। জানা যাচ্ছে, তার পরেই বেহালার বীরেন রায় রোডে সৌরভের বাড়িতে যাওয়ার কথা রয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর।


অমিত শাহর সৌরভের বাড়ির যাওয়ার সম্ভাবনার খবর জানাজানি হতেই শুরু হয়েছে জোর জল্পনা। কারণ, এর আগে রাজ্যে বিধানসভা ভোটের আগে শোনা গিয়েছিল, বিজেপিতে যোগ দিতে পারেন জাতীয় দলের প্রাক্তন অধিনায়ক তথা ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট। শোনা গিয়েছিল, সৌরভই হতে পারেন বাংলায় বিজেপির মুখ্যমন্ত্রী পদপ্রার্থী। কোনও কোনও মহল থেকে বলা হতে থাকে যে, সৌরভকে তুরুপের তাস করা হবে বলেই ভারতীয় ক্রিকেট বোর্ডেও তাঁর প্রতি আস্থা দেখানো হয়েছে। কারণ, সৌরভ বোর্ড প্রেসিডেন্ট হওয়ার সময় বোর্ডের সচিব হন অমিত শাহ পুত্র জয় শাহ। এখনও তাঁরা দুজনে মিলেই ভারতীয় ক্রিকেট চালাচ্ছেন। জল্পনা তৈরি হয়েছিল যে, সৌরভকে ভারতীয় ক্রিকেট বোর্ডের মসনদে বসানোর নেপথ্যে নাকি বৃহত্তর স্বার্থ রয়েছে। কারণ, বিজেপি বাংলার বিধানসভা নির্বাচনে নাকি সৌরভকেই মুখ করতে চাইছে।


সৌরভ অবশ্য কখনওই এই জল্পনা নিয়ে মুখ খোলেননি। পরে তাঁর অসুস্থতা, হৃদযন্ত্রে স্টেন্ট প্রতিস্থাপন পর্ব, সব মিলিয়ে সৌরভের সক্রিয় রাজনীতিতে যোগদান ঘিরে সব জল্পনা থিতিয়ে যায়।


তাহলে কেন ফের সৌরভের বাড়িতে যাচ্ছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী? সৌরভের ঘনিষ্ঠ মহল থেকে দাবি করা হচ্ছে, এটি নিছকই সৌজন্য সাক্ষাৎ। এর আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও সৌরভের বাড়িতে গিয়েছিলেন। সৌরভের বাড়িতে চা খেয়ে মুগ্ধ হয়েছিলেন মুখ্যমন্ত্রী। সৌরভও 'দিদি'কে সেই চা উপহার দেবেন বলে কথা দিয়েছিলেন। সৌরভের পারিবারিক সূত্রে খবর, অমিত শাহর সাক্ষাৎও সেরকমই সৌজন্যমূলক হতে পারে।


আরও পড়ুন: আরও দুই সন্তানের বাবা হও! বিরাটকে আজব টোটকা দিলেন ওয়ার্নার