লন্ডন: ফের ইংল্যান্ড শিবিরে ফিরছেন অ্যান্ড্রু ফ্লিনটফ (Andrew Flintoff)। ওয়েস্ট ইন্ডিজের (West Indies) বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজের (T20 Series) জন্য ইংল্যান্ডের (England Cricket Team) দলের সঙ্গে যোগ দিতে চলেছেন প্রাক্তন ইংরেজ অলরাউন্ডার। দলের সাপোর্ট স্টাফ হিসেবে যোগ দিতে চলেছেন ফ্লিনটফ। দুর্ঘটনায় আহত হওয়ার পর এই প্রথমবার সর্বসমক্ষে ফিরতে চলেছেন তারকা অলরাউন্ডার। উল্লেখ্য, ২০০৫ সালে অ্যাশেজ সিরিজের জন্য ব্যাটে- বলে নজর কেড়েছিলেন ফ্লিনটফ। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজের জন্য ফ্লিনটফ সাপোর্ট স্টাফ হিসেবে কাজ করছেন না। তবে টি-টোয়েন্টি সিরিজের আগেই বাটলারদের সঙ্গে যোগ দেবেন তিনি। 


ইংল্যান্ডের অধিনায়ক জস বাটলার বলেন, ''ফ্লিনটফ ইংল্যান্ডের স্কোয়াডের সঙ্গে যুক্ত হলে তা ভালই হবে। ছেলেরা অনেক বেশি উদ্বুদ্ধ হবে তাতে। উল্লেখ্য, চলতি সপ্তাহের শেষেই টি-টোয়েন্টি সিরিজের আগে বার্বাডোজ উড়ে যাওয়ার কথা ফ্লিনটফের। আগামী মঙ্গলবার থেকে শুরু টি-টোয়েন্টি সিরিজ।


এদিকে, ওয়েস্ট ইন্ডিজের (West Indies) মাটিতে ওয়ান ডে সিরিজে (One Day Series) ব্য়াট হাতে নেমেই এবার নজির গড়লেন জস বাটলার (Jos Buttler)। ইংল্যান্ডের পঞ্চম ব্যাটার হিসেবে ওয়ান ডে ফর্ম্যাটে ৫ হাজার রান পূরণ করলেন তারকা উইকেট কিপার ব্যাটার। অ্যান্টিগায় ওয়েস্ট ইন্ডিজের (West Indies) বিরুদ্ধে দ্বিতীয় ওয়ান ডে ম্যাচে ব্যাট করতে নেমে এই নজির গড়লেন বাটলার। ম্যাচে ৪৫ বলে অপরাজিত ৫৮ রানের ইনিংস খেলেন ইংল্যান্ড অধিনায়ক। স্ট্রাইক রেট ছিল ১২৮। এই ইনিংসটি খেলার পথে চারটি বাউন্ডারি ও ৩টি ছক্কা হাঁকান বাটলার।


দ্বিতীয় ওয়ান ডে-র পর ১৮০ ম্যাচে ১৫৩ ইনিংস খেলে বাটলারের এই ফর্ম্যাটে সংগ্রহ ৫০২২ রান। ৩৯.৮৫ গড় রেখে ১১৭ স্ট্রাইক রেটে রান করেছেন ডানহাতি বিধ্বংসী ব্য়াটার। ৫০ ওভারের ফর্ম্য়াটে ঝুলিতে ১১টি শতরান ও ২৬টি অর্ধশতরান হাঁকিয়েছেন বাটলার। সর্বোচ্চ অপরাজিত ১৬২। ওয়ান ডে ফর্ম্যাটে ব্রিটিশ ব্য়াটারদের মধ্যে সর্বাধিক রানের মালিক অইন মর্গ্যান। তাঁর ঝুলিতে রয়েছে ৬৯৫৭ রান। তালিকায় পঞ্চম স্থানে রয়েছেন বাটলার।


উল্লেখ্য, বিশ্বকাপে একেবারে নিজের নামের প্রতি সুবিচার করতে পারেননি বাটলার। এই ম্যাচের আগে শেষ ১০ ইনিংস তাঁর ঝুলিতে ছিল মাত্র ১৪১ রান। গড় ছিল মাত্র ১৪-র ওপর। বিশ্বকাপে ৯ ইনিংসে তাঁর ব্যাট থেকে এসেছে মাত্র ১৩৮ রান।