কলকাতা: মাস দুয়েক আগেই ছেড়ে চলে গিয়েছেন শেন ওয়ার্ন। ক্রীড়াজগতে ফের নক্ষত্রপতন। এ বার আকস্মিক প্রয়াণ অস্ট্রেলিয়ার প্রাক্তন ক্রিকেটার অ্যান্ড্রু সাইমন্ডসের (Andrew Symonds)। গাড়ি দুর্ঘটনায় মৃত্যু হয়েছে তাঁর। মৃত্যুকালে বয়স হয়েছিল ৪৬ বছর। সাইমন্ডসের প্রয়াণে শোকের ছায়া ক্রিকেট দুনিয়ায় (Andrew Symonds Death)। 


গাড়ি দুর্ঘটনায় মৃত্যু ক্রিকেট তারকার


অস্ট্রেলিয়ার সংবাদমাধ্যম সূত্রে খবর, শনিবার রাতে কুইন্সল্যান্ড প্রদেশে টাউন্সভিলের কাছে গাড়ি দুর্ঘটনার কবলে পড়েন অ্যান্ড্রু। দুর্ঘটনার সময় অ্যান্ড্রু নিজেই গাড়ি চালাচ্ছিলেন বলে জানা গিয়েছে। দুর্ঘটনার খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছয় সে দেশের জরুরি পরিষেবা বিভাগ। কোনও রকমে গাড়ি থেকে অ্যান্ড্রুকে বার করে আনা হয়। কিন্তু আঘাত এত গুরুতর ছিল যে তাঁকে বাঁচানো যায়নি। 



অস্ট্রেলিয়ার সংবাদমাধ্যম জানিয়েছে, শুরুতে দুর্ঘটনায় মৃতের পরিচয় প্রকাশ করা হয়নি। পরে জানা যায়, অ্যান্ড্রু মারা গিয়েছেন। ঘটনাস্থলে উপস্থিতি চিকিৎসকার তাঁকে বাঁচানোর চেষ্টা করেন। কিন্তু ফেরানো যায়নি অ্যান্ড্রুকে। 


আরও পড়ুন: KKR VS SRH : পেস ব্যাটারির দাপটের পর রাসেল ম্যাজিক, দাপুটে জয় কেকেআরের


অলরাউন্ডার অ্যান্ড্রু অস্ট্রেলিয়ার হয়ে ১৯৯৮ সাল থেকে ২০০৯ সাল পর্যন্ত ২৬টি টেস্ট ম্যাচ এবং আন্তর্জাতিক ক্রিকেটে ১৯৮টি একদিনের ম্য়াচ খেলেছেন। নিজের দেশের হয়ে টি-২০ ম্যাচ খেলেছেন ১৪টি। ব্যাট এবং বল হাতে যেমন নিজের দক্ষতা প্রমাণ করেছেন, তেমনই ফিল্ডিংয়েও তাঁর জুড়ি ছিল না। একদিনের বিশ্বকাপে অস্ট্রেলিয়ার হয়ে ট্রফি ঘরে তোলার অংশীদার ছিলেন অ্যান্ড্রু। ইংল্যান্ডের বিরুদ্ধে অ্যাশেজ জয়েও দেশের হয়ে মাঠে ছিলেন তিনি।




শোকের ছায়া ক্রিকেট জগতে

 

বার্মিংহ্যামে জন্ম অ্যান্ড্রুর। কেন্ট, গ্লস্টারশায়ার, ল্যাঙ্কাশায়ার এবং সারের হয়ে কাউন্টি ক্রিকেটও খেলেছেন ব্রিটেনে। তাঁর মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে ক্রিকেট জগতে। অস্ট্রেলিয়ার প্রাক্তন ক্রিকেটার জেসন গিলেস্পি নেটমাধ্যমে লেখেন, "ভয়ঙ্কর খবরে খুম ভাঙল। বিধ্বস্ত বোধ করছি। বন্ধু, তোমাকে মিস করব আমরা।" অ্যান্ড্রুর সতীর্থ অ্যাডাম গিলক্রিস্ট লেখেন, "সত্যি বলছি, খুব আঘাত পেলাম।" সতীর্থরা অ্যান্ড্রুকে 'রয়' নামেই ডাকতেন। তাই গিলক্রিস্টও লেখেন, 'নিজের সবথেকে বিশ্বস্ত, হাসিখুশি, স্নেহশীল বন্ধুর কথা ভাবুন, আপনার জন্য সবকিছু করতে প্রস্তুত যে, রয় আসলে তা-ই ছিল।'


গত ৪ মার্চ অস্ট্রেলিয়ার আর এক তারকা ক্রিকেটার শেন ওয়ার্ন মৃত্যু হয়। মারা গিয়েছেন রড মার্শও। দু'জনই হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। এবার সাইমন্ডসও চলে গেলেন না ফেরার দেশে।