করাচি: পাকিস্তান ক্রিকেট দলের কোচ নির্বাচন নিয়েও একপ্রস্থ ‘নাটক’ চলছে সেদেশের ক্রিকেট বোর্ডে। এই নিয়ে গোটা প্রক্রিয়ার সঙ্গে জড়িত প্রাক্তন পাক পেসার ওয়াসিম আক্রম তুলোধনা করলেন তাঁরই একসময়ের সতীর্থদের!


টি-২০ বিশ্বকাপে হতশ্রী পারফরম্যান্সের পর পাক ক্রিকেট দলের খোলনলচে বদলানোর সিদ্ধান্ত নেয় পিসিবি। অধিনায়ক শাহিদ আফ্রিদি থেকে শুরু করে কোচ ওয়াকার ইউনিসকে ছাঁটাই করে ফেলা হয়।  বাতিল করে দেওয়া হয় হারুন রশিদের নেতৃত্বাধীন দল নির্বাচক কমিটিকে।

সম্প্রতি, পিসিবি-র তরফে দক্ষিণ আফ্রিকার মিকি আর্থারের নাম পরবর্তী পাক কোচ হিসেবে ঘোষণা করা হয়। নতুন কোচ নির্বাচন করার আগে সম্ভাব্য কোচের একটি তালিকা তৈরি করার দায়িত্ব দুই প্রাক্তন অধিনায়ক রামিজ রাজা ও ওয়াসিম আক্রমের ওপর দায়িত্ব দিয়েছিল পিসিবি।

পাক বোর্ড সূত্রে খবর, এই দুই তারকা যে নামের তালিকা দেন, তাতে সকলেই বিদেশি ছিলেন। আর এখানেই বিতর্কের সূত্রপাত। দেশী কোচের জায়গায় বিদেশি কোচ বাছাই করা নিয়ে অনেক প্রাক্তন ক্রিকেটার অসন্তোষ প্রকাশ করেন। তাঁদের রোষ গিয়ে পড়ে আক্রম ও রাজার ওপর। খবরে প্রকাশ, আক্রম ও রাজা থাকার ফলে কোচের পদে ইচ্ছা থাকা সত্ত্বেও আবেদন করেননি প্রাক্তন পাক ক্রিকেটার মহসিন খান ও আকিব জাভেদ।

তাঁদেরকে পাল্টা একহাত নিয়েছেন আক্রম। একটি পাক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে আক্রম নাম না করে মহসিন ও আকিবকে কটাক্ষ করেছেন আক্রম। তাঁর দাবি, এই দুজনের মধ্যে একজন না কি এ-ও বলেছেন, তিনি সরাসরি বোর্ড চেয়ারম্যানের সঙ্গে কথা বলবেন। তাঁর প্রশ্ন, এটা কোন সুস্থ ভাবনাচিন্তা ও মানসিকতার পরিচয়?

আক্রম জানান, অনেকের ধারনা যে বিদেশি কোচ নিয়োগ করতে এই কমিটি পূর্বসিদ্ধান্ত নিয়ে ফেলেছে। তাঁর দাবি, এটা আদৌ সত্যি নয়। আক্রম জানান, দলের জন্য যা সবচেয়ে ভাল, সেটাই তাঁরা করেছেন। প্রাক্তন পাক পেসার তথা বর্তমানে ধারাভাষ্যকার আক্রম আরও বলেছেন,  মোহসিন খান তাঁকে জানিয়েছিলেন, যে দলে কলঙ্কিত ক্রিকেটার রয়েছে, তিনি সেই দলের কোচ হবেন না।

পাশাপাশি, নতুন কোচ নিয়েও আশাবাদী শোনায় আক্রমকে। বলেন, আর্থারের বিপুল  কোচিং অভিজ্ঞতা রয়েছে। তাঁর আশা, আর্থারের হাত ধরে পাক ক্রিকেট দল ফের হারানো গরিমা ফিরে পাবে। তবে, একইসঙ্গে, এ-ও জানিয়ে দেন, হঠাৎ করে বিশাল পরিবর্তন সম্ভব নয়। এর জন্য ধৈর্য্য ধরতে হবে।