লাহোর: উপমহাদেশের প্রতিদ্বন্দ্বী শ্রীলঙ্কার কাছে ঘরের মাঠে তিন ম্যাচের টি ২০ সিরিজে হোয়াইটওয়াশ হয়েছে পাকিস্তান। এই লজ্জাজনক হার দলের সমর্থকরা সহজভাবে নিতে পারেননি।  ঘরের মাঠে শ্রীলঙ্কার কার্যত দ্বিতীয় সারির দলের কাছে টি ২০ সিরিজে হারের পর সমর্থকরা অধিনায়ক সরফরাজ আহমেদ ও দলের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন। শ্রীলঙ্কার কাছে বিধ্বস্ত হওয়ার পর বিভিন্ন মহলে সমালোচনার মুখে পড়েছে পাক দল। সমর্থকদের পাশাপাশি বিশেষজ্ঞরাও সরফরাজ বাহিনীর পারফরম্যান্সে ক্ষোভ প্রকাশ করেছেন। অনেকেই অধিনায়ক পদ থেকে অবিলম্বে সরফরাজকে সরিয়ে দেওয়ার দাবি জানিয়েছেন।
এরইমধ্যে একটি ভিডিও সামনে এসেছে। ওই ভিডিওতে এক পাক সমর্থককে রাগের বশে সরফরাজের একটি হোর্ডিং ভাঙচুর করতে দেখা গিয়েছে। এক পাক সাংবাদিক এই ভিডিও ট্যুইট করেছেন।



ওই সাংবাদিক আরও জানিয়েছেন, সরফরাজকে অধিনায়কের পদ থেকে সরাতে পঞ্জাব অ্যাসেম্বলিতে একটি প্রস্তাবও জমা পড়েছে। প্রস্তাবে বলা হয়েছে, সরফরাজ তাঁর দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছেন এবং পাক দলকে নেতৃত্ব দিতে সক্ষম নন। তাই তাঁকে অবিলম্বে অধিনায়কত্ব থেকে সরিয়ে দিতে হবে।
উল্লেখ্য, গত বিশ্বকাপে ভারতের কাছে হারের পর একই ধরনের পরিস্থিতির মুখে পড়তে হয়েছিল পাক অধিনায়ককে। বিশ্বকাপে গত ১৬ জুন ভারতের কাছে ম্যাঞ্চেস্টারের ওল্ড ট্র্যাফোর্ডে ডাকওয়ার্থ-লুইস পদ্ধতিতে ৮৯ রানে হেরেছিল পাকিস্তান। ওই হারের পর সমর্থকদের তীব্র বিদ্রুপের মুখে পড়েছিল পাক দল। সমর্থকরা খেলোয়াড়দের ফিটনেস ও অনুশীলন নিয়েও প্রশ্ন তুলেছিলেন।