উত্তরপ্রদেশে মর্মান্তিক দুর্ঘটনা, রাস্তার ধারে ঘুমন্ত অবস্থায় বাসের চাকায় পিষ্ট হয়ে মৃত সাত
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 11 Oct 2019 10:32 AM (IST)
উত্তরপ্রদেশে মর্মান্তিক পথ দুর্ঘটনা। বাসের চাকায় পিষ্ট হয়ে মৃত্যু সাত জনের। শুক্রবার ভোরে এই দুর্ঘটনা ঘটেছে। নিহতরা একই পরিবারের সদস্য। তাঁরা তীর্থযাত্রা সেরে ফিরছিলেন বলে জানা গিয়েছে।
বুলন্দশহর: উত্তরপ্রদেশে মর্মান্তিক পথ দুর্ঘটনা। বাসের চাকায় পিষ্ট হয়ে মৃত্যু সাত জনের। শুক্রবার ভোরে এই দুর্ঘটনা ঘটেছে। নিহতরা একই পরিবারের সদস্য। তাঁরা তীর্থযাত্রা সেরে ফিরছিলেন বলে জানা গিয়েছে। নিহতদের মধ্যে রয়েছে চার মহিলা ও তিন শিশু। দুর্ঘটনার সময় রাস্তার ধারে নিহতরা ঘুমিয়েছিল বলে জানা গিয়েছে। প্রাথমিক খবরে জানা গেছে, নিহতরা হাথরাসের বাসিন্দা। গঙ্গা নদীকে স্নানের পর নারাউরা ঘাট থেকে ফেরার পথে এই দুর্ঘটনা ঘটে। ঘাতক বেসরকারি বাসটি বৈষ্ণোদেবী থেকে তীর্থযাত্রীদের নিয়ে ফিরছিল। পুলিশ জানিয়েছে, চালক পলাতক। মৃতদের দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।