নয়া দিল্লি : নতুন অধিনায়কের নেতৃত্বে শীর্ষে থেকে মরসুম শেষ টিম ইন্ডিয়ার (Team India)। টি২০-তে বিশ্বে এক নম্বরে থেকে ২০২১-২২ মরসুম শেষ করল রোহিত শর্মা-বাহিনী (Rohit Sharma)। দেশের মাটিতে একাধিক জয়ের হাত ধরে সাফল্যের চূড়ায় টিম ইন্ডিয়া। তবে, বুধবার আইসিসি-র (ICC) প্রকাশ করা টেস্ট ক্রমতালিকায় (Test Ranking) অস্ট্রেলিয়ার থেকে নয় পয়েন্ট পিছনে রয়েছে ভারত। অন্যদিকে, একদিনের ক্রিকেটে এক নম্বরে থেকে মরসুম শেষ করল নিউজিল্যান্ড। এক্ষেত্রে কাট-অফ তারিখ ৪ মে। 


ICC-র তরফে বিবৃতি দিয়ে বলা হয়েছে, দ্বিতীয় স্থানে থাকা ভারতের থেকে তাদের লিড এক থেকে নয়ে বাড়িয়ে নিয়েছে অস্ট্রেলিয়া। অন্যদিকে, আইসিসি-র টেস্ট ক্রমতালিকায় পাকিস্তান পিছনে ফেলে দিয়েছে ইংল্যান্ডকে ।


বিবৃতিতে আরও বলা হয়েছে, ভারত আরও এক পয়েন্ট পেয়ে দাঁড়িয়েছে ১১৯-এ। অন্যদিকে, বিশাল পতন হয়েছে ইংল্যান্ডের । প্রায় নয় পয়েন্ট কমে গেছে। ২০১৮ সালে ভারতের বিরুদ্ধে ইংল্যান্ডের ৪-১ ব্যবধানে সিরিজ জয়ও এই ক্রমতালিকায় কাজে আসেনি। ইংল্যান্ডের রেটিং পয়েন্ট ৮৮। যা ১৯৯৫-এর পর সবথেকে কম।


গত জানুয়ারি মাসেই ইংল্যান্ডকে অ্যাশেজ সিরিজে ৪-০-য় হারিয়েছে অস্ট্রেলিয়া। এই জয়ের হাত ধরে ১১৯ থেকে অস্ট্রেলিয়ার বাৎসরিক রেটিং পয়েন্ট গিয়ে পৌঁছেছে ১২৮-এ। ২০১৯-এর মে মাসের মধ্যে যে সব সিরিজ শেষ হয়ে গেছে তার প্রতিফলন রয়েছে এর ফলাফলে।


এদিকে টি২০-তে শীর্ষ স্থানে রয়েছে ভারত। দ্বিতীয় স্থানে থাকা ইংল্যান্ডের থেকে নিজেদের ব্যবধান বাড়িয়ে নিয়েছে টিম ইন্ডিয়া। এক থেকে পাঁচ পয়েন্টে। অন্যদিকে, দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়া পিছনে ফেলে দিয়েছে নিউজিল্যান্ডকে। এর পাশাপাশি আফগানিস্তানের আগে আছে বাংলাদেশ ও শ্রীলঙ্কা


একদিনের ক্রমতালিকায় নজরকাড়া সাফল্য পেয়েছে নিউজিল্যান্ড। যার হাত ধরে এই মুহূর্তে শীর্ষে ব্যাক ক্যাপ-রা। তবে, ইংল্যান্ডের থেকে তাদের ব্যবধান তিন থেকে একে কমে এসেছে।


এছাড়া দ্বিতীয় ও তৃতীয় স্থানাধিকারী ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার মধ্যে ব্যবধান সাত থেকে ১৭ পয়েন্টে বেড়েছে।