কলকাতা : ২০১৪-র টেট-দুর্নীতি মামলায় সিবিআই (CBI) ও ইডি-র (ED) যৌথ তদন্ত চেয়ে কলকাতা হাইকোর্টে (Calcutta High Court) দায়ের হল জনস্বার্থ মামলা। মামলাকারী বিজেপির রাজ্য কমিটির সদস্য তাপস ঘোষ (Tapas Ghosh)। অভিযোগ উঠেছে, ২০১৪-র টেটের ভিত্তিতে নিয়োগে দুর্নীতি হয়েছে। এর পিছনে যে আর্থিক দুর্নীতি হয়েছে তা খুঁজে বের করার জন্য ইডি-কে নিযুক্ত করা হোক বলে দাবি উঠেছে।


মামলাকারী বিজেপি নেতার আরও দাবি, ৩০ এপ্রিল তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র নিয়োগে অনিয়মের কথা তুলে ধরেন। শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর সুপারিশে ৩০০ জন চাকরি পেয়েছেন, সম্প্রতি প্রকাশ্য সভায় দাবি করেন দমদমের তৃণমূল নেতা রাজু সেন শর্মা। দাবি মামলাকারী বিজেপি নেতার। চলতি সপ্তাহে শুনানির সম্ভাবনা।


আরও পড়ুন ; প্রতিশ্রুতি দিয়েও নিয়োগ করছে না পর্ষদ, নিয়োগের দাবিতে চাকরিপ্রার্থীদের বিক্ষোভ


প্রাথমিক-টেট ঊত্তীর্ণদের বিক্ষোভ নিয়ে অশান্তি চরমে। দিনকয়েক আগে শিল্প সম্মেলনের (Bengal Global Business Summit) দিনেই নিয়োগের দাবিতে চাকরিপ্রার্থীদের বিক্ষোভে উত্তাল হয় শহরের (Kolkata) একাংশ। প্ল্যাকার্ড হাতে নিয়েই সল্টলেকে (Saltlake) ময়ূখ ভবনের (Mayukh Bhavan) সামনে প্রাথমিক (Primary)-টেট (TET) ঊত্তীর্ণদের বিক্ষোভ চলে। পুলিশের বাধার মুখে পড়তে হয় বিক্ষোভকারীদের। যা নিয়ে শুরু হয় তুলকালাম। প্রতিশ্রুতি দিয়েও নিয়োগ করছে না পর্ষদ, এমনটাই অভিযোগ করেন আন্দোলনকারীরা। 


বিক্ষোভকারীদের অভিযোগ, ২০১৪ সালে তাঁরা টেট পাশ করেছেন। আজ পর্যন্ত তাঁদের চাকরি হয়নি। অথচ টেট না পাশ করেও চাকরি পেয়ে গিয়েছেন। ট্রেনিং নিয়েও বহু যুবক-যুবতীকে চাকরির জন্য রাস্তায় রাস্তায় ঘুরতে হচ্ছে। অনেকের বয়স ৪০ বছর পেরিয়ে গিয়েছে, ঘরবাড়ি বিক্রি করে দিতে হচ্ছে। সুপ্রিম কোর্টের নির্দেশ আসার পরেও ডিএলএডদের নিয়োগ করা হচ্ছে না।


তাঁদের বঞ্চিত করা হচ্ছে বলে অভিযোগ টেট উত্তীর্ণ চাকরিপ্রার্থীদের। 


আগামী ২৪ ঘন্টার মধ্যে ডি এল এড চাকরিপ্রার্থীদের নিয়োগ চাই বলে দাবি জানান তাঁরা।


Education Loan Information:

Calculate Education Loan EMI