নয়াদিল্লি: রিও অলিম্পিক্সে দুর্ঘটনা। প্রতিযোগিতার সময় গুরুতর জখম হয়ে হাসপাতালে ভর্তি হলেন আমেরিকার এক ভারোত্তোলক। পুরুষদের ৭৫ কেজি বিভাগে খেলার সময় কনুইয়ের হাড় সরে গেল ২০ বছরের ভারোত্তোলক আনদ্রানিক কারাপেটিয়ানের। ব্রোঞ্জ পদকের লড়াইতে ক্লিন ও জার্কে ১৯৫ কেজি ওজন তুলতে গিয়ে এই দুর্ঘটনা ঘটে। কনুইয়ের হাড় সরে যায় তাঁর। যন্ত্রনায় চিত্কার করে ওঠেন তিনি।
এই হাড় সরে যাওয়ার বিষয়টি ক্যামেরার ছবিতেও স্পষ্ট।
এর কয়েকদিন আগেই এক ফরাসি জিমন্যাস্টের পা ভেঙে যায়। গত শনিবার পুরুষদের কোয়ালিফাইংয়ে প্রতিযোগিতার সময় পড়ে গিয়ে পা ভেঙেচুরে যায় তাঁর।