এবার লস অ্যাঞ্জেলস বিমানবন্দরে আটকানো হল শাহরুখকে, দুঃখপ্রকাশ আমেরিকার
ABP Ananda, web desk | 12 Aug 2016 01:57 AM (IST)
নয়াদিল্লি :ফের আমেরিকায় বিমানবন্দরে আটকানো হল শাহরুখ খানকে। লস অ্যাঞ্জেলেস বিমানবন্দরে বলিউডের অভিনেতাকে জিজ্ঞাসাবাদের জন্য আটকান মার্কিন অভিবাসন দফতরের অফিসাররা। এই ঘটনায় বিরক্তি গোপন করেননি শাহরুখ। ট্যুইটারে তিনি লিখেছেন, নিরাপত্তার প্রয়োজন বুঝি। তবে এভাবে বারবার আটকালে খারাপ লাগে। তবে ভাল জিনিস একটাই। পোকেমন খেলে সময় কাটছে। এর আগে ২০০৯-এর অগাস্টে শাহরুখকে আটকানো হয় নিউ জার্সিতে। এরপর ২০১২-র এপ্রিল৷ নিউ ইয়র্কে ইমিগ্রেশন চেকের নাম করে প্রায় তিনঘণ্টা আটকে রাখা হয় কিং খানকে।চলতি বছরের ফেব্রুয়ারিতে এক সাক্ষাত্কারে শাহরুখ এ ব্যাপারে বলেছিলেন, আধিকারিকদের বিরুদ্ধে তাঁর কোনও ক্ষোভ নেই। কিন্তু কোনও কারণ ছাড়াই এতক্ষণ ধরে বিমানবন্দরে অপেক্ষা করাটা খুবই অস্বস্তিকর।