জুরিখ: ফিফার বর্ষসেরা ফুটবলারের লড়াইয়ে লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর সঙ্গে এবার ফ্রান্সের আঁতোয়া গ্রিজম্যান। শুক্রবার ফিফা বর্ষসেরা ফুটবলারের দৌড়ে থাকা সেরা তিন জনের নাম প্রকাশ করেছে। ২০০৮ সালের পর থেকে রোনাল্ডো ও মেসি ছাড়া অন্য কোনও ফুটবলার বর্ষসেরা নির্বাচিত হননি। এবারও তার ব্যতিক্রম হবে বলে মনে হচ্ছে না।
বর্ষসেরা কোচের দৌড়ে আছেন জিনেদিন জিদান, ক্লদিও রেনিয়ারি ও ফার্নান্দো স্যান্টোস। বর্ষসেরা মহিলা ফুটবলারের সংক্ষিপ্ত তালিকায় আছেন গতবারের বিজয়ী মার্কিন যুক্তরাষ্ট্রের কার্লি লয়েড, জার্মানির মেলানি বেহরিঙ্গার ও পাঁচ বার বর্ষসেরা নির্বাচিত হওয়া ব্রাজিলের মার্তা।
১৯৯১ সাল থেকে বর্ষসেরা ফুটবলারকে পুরস্কার দেওয়া শুরু করেছে ফিফা। ২০০১ থেকে মহিলা ফুটবলারদেরও পুরস্কার দেওয়া হচ্ছে। ২০১০ থেকে গত বছর পর্যন্ত ফ্রান্সের ফুটবল পত্রিকার সঙ্গে যৌথভাবে এই পুরস্কার দেওয়া হত। নাম ছিল ‘ফিফা ব্যালন ডি’ওর’। কিন্তু এবার থেকে সেই পত্রিকার সঙ্গে যৌথভাবে পুরস্কার দেবে না ফিফা। বর্ষসেরা ফুটবলারের পুরস্কারের নতুন নাম দেওয়া হয়েছে ‘দ্য বেস্ট ফিফা ফুটবল অ্যাওয়ার্ডস’। আগামী বছরের ৯ জানুয়ারি জুরিখে এই পুরস্কার দেওয়া হবে।
ফিফার বর্ষসেরা ফুটবলারের দৌড়ে মেসি, রোনাল্ডোর সঙ্গে গ্রিজম্যান
Web Desk, ABP Ananda
Updated at:
02 Dec 2016 11:43 PM (IST)
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -