প্রতিমা বারাণসীর মেয়ে। তিনি বাস্কেটবল পরিবারের সদস্যা। তাঁরা পাঁচ বোনই বাস্কেটবল খেলেন। গত ১৯ জুন ইশান্তের সঙ্গে বাগদান হয় প্রতিমার। এবার তাঁদের বিয়ে হতে চলেছে। সম্প্রতি টিম ইন্ডিয়ার অপর এক তারকা যুবরাজ সিংহ বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছে। তিনিও বিয়েতে প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানিয়েছিলেন। এবার ইশান্তের বিয়েতেও আমন্ত্রিত প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীকে বিয়েতে আমন্ত্রণ জানালেন ইশান্ত
Web Desk, ABP Ananda | 02 Dec 2016 09:24 PM (IST)
নয়াদিল্লি: হবু স্ত্রী প্রতিমা সিংহকে সঙ্গে নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করে তাঁকে বিয়েতে আমন্ত্রণ জানালেন টিম ইন্ডিয়ার পেসার ইশান্ত শর্মা। এ মাসের ৯ তারিখ বাস্কেটবল খেলোয়াড় প্রতিমার সঙ্গে ইশান্তের বিয়ে। সেই কারণেই প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে তাঁকে আমন্ত্রণ জানালেন হবু দম্পতি। ট্যুইটারে প্রধানমন্ত্রীর সঙ্গে তাঁদের ছবিও পোস্ট করেছেন ইশান্ত।