নয়াদিল্লি: দেশজুড়ে ক্রিকেট প্রেমীরা বড় ধাক্কা পান গতকাল। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট সিরিজ পরাজয়ের ২৪ ঘণ্টার মধ্যেই বিরাট ঘোষণা শোনা যায়। টেস্ট দলের নেতৃত্ব ছাড়েন বিরাট কোহলি (Virat Kohli)। শনিবার সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে নিজের সিদ্ধান্তের কথা ঘোষণা করেন কোহলি। তাঁর সিদ্ধান্তের কথা শুনে অনেকে অনেক রকমের মন্তব্য করেছেন। তাঁর সিদ্ধান্তকে সম্মান জানিয়েছেন অনুরাগী থেকে শুরু করে একাধিক ক্রিকেট তারকা, এমনকী একাধিক টিনসেল তারকাও। এই প্রথম মুখ খুললেন তাঁর স্ত্রী, অভিনেত্রী অনুষ্কা শর্মা (Anushka Sharma)।
এদিন সোশ্যাল মিডিয়ায় বিরাট কোহলির একটি ছবি পোস্ট করে স্বামীর উদ্দেশে লিখলেন খোলা চিঠি। অনুষ্কা লেখেন, 'আমার মনে আছে ২০১৪ সালের সেই দিনটি যখন তুমি আমাকে বলেছিলে যে এমএস (মহেন্দ্র সিংহ ধোনি) টেস্ট ক্রিকেট থেকে অবসর নেওয়ার সিদ্ধান্ত নেওয়ায় তোমাকে অধিনায়ক করা হয়েছে।'
স্মৃতির পাতা উল্টে অনুষ্কা লিখতে থাকেন, 'আমার মনে আছে এমএস, তুমি আর আমি সেদিন পরের দিকে আড্ডা দিচ্ছিলাম। ধোনি মজা করে বলছিল যে এবার তোমার দাড়ি কত তাড়াতাড়ি পাকতে শুরু করবে। আমরা সবাই খুব হাসাহাসি করেছিলাম শুনে। সেই দিন থেকে, আমি তোমার দাড়ি পেকে যাওয়ার চেয়ে অনেক বেশি কিছু দেখেছি। তোমার উন্নতি দেখেছি। অপরিমেয় উন্নতি। তোমার চারপাশে এবং তোমার মধ্যে। এবং হ্যাঁ, ভারতের জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক হিসেবে তোমার উন্নতি এবং তোমার নেতৃত্বে এই দল কী কী অর্জন করেছে তার জন্য আমি খুবই গর্বিত। কিন্তু এসব ছাড়াও তোমার মধ্যে যে উন্নতি করেছো তার জন্য আমি আরও গর্বিত।'
এখানেই শেষ নয়। তিনি আরও লেখেন, '২০১৪ সালে আমদের বয়স কম ছিল। তখন মনে হত, ইতিবাচক ভাবনা, সৎ উদ্দেশ্যই জীবনে এগিয়ে নিয়ে চলে। নিশ্চয়ই, কিন্তু সঙ্গে চ্যালেঞ্জও থাকে। সবসময়ে চ্যালেঞ্জ যে তুমি মাঠেই পেয়েছ এমন নয়। কিন্তু, এই তো জীবন, তাই না? জীবন এমন সময়ে তোমার পরীক্ষা নেবে যখন তুমি আশাই করবে না, কিন্তু সেই সময়গুলোই সবচেয়ে প্রয়োজনীয়। এবং, তোমার ভাল উদ্দেশ্যের পথে কোনও কিছুকে আসতে না দেওয়ার জন্য আমি গর্বিত। তোমার নেতৃত্ব উদাহরণ তৈরি করেছে এবং মাঠের জয়ে তোমার শক্তির প্রতিটি কণা এমনভাবে দিয়েছ যে কিছু কিছু পরাজয়ের পরে তোমার চোখে জল দেখতাম, পাশে বসে থাকতাম, আর তুমি তখন ভাবতে যে আরও কিছু করা যেত কিনা। তুমি এমনই এবং বাকিদের থেকেও তুমি এমনটাই আশা করেছিলে। তুমি অপ্রচলিত এবং সোজাসাপ্টা।'
এরপর তাঁর দীর্ঘ খোলা চিঠির শেষে লেখেন তাঁদের একরত্তি সন্তান ভামিকার কথা। অনুষ্কা লেখেন, 'আমাদের মেয়ে তোমার এই ৭ বছরের শিক্ষা দেখবে ওর বাবার মধ্যে।'
অনুষ্কা শর্মার পোস্ট করার সঙ্গে সঙ্গে তাতে কমেন্টের বন্যা। একাধিক তারকার সঙ্গে কমেন্ট করেছেন বিরুষ্কার অনুরাগীরাও।