নয়াদিল্লি: প্রতীক্ষার অবসান। সোমবার কন্যাসন্তানের জন্ম দিলেন অনুষ্কা শর্মা। সোমবার বিকেলে বিরাটই ট্যুইট করে খবরটি প্রথম জানান। হিন্দি ও ইংরেজি, দুই ভাষায় ট্যুইট করেন তিনি। লেখেন, 'আপনাদের জানাতে রোমাঞ্চিত বোধ করছি যে, আজ বিকেলে আমাদের কন্যাসন্তান হয়েছে। আপনাদের ভালবাসা, প্রার্থনা আর শুভেচ্ছার জন্য ধন্যবাদ। অনুষ্কা আর মেয়ে, দুজনই ,সম্পূর্ণ সুস্থ আছে। জীবনের নতুন এই অধ্যায় শুরু করার সময় নিজেদের আশীর্বাদধন্য মনে হচ্ছে। আশা করছি এই সময়ে আমাদের কাটানো ব্য়ক্তিগত মুহূর্তকে আপনারা সম্মান করবেন। সকলের জন্য ভালবাসা রইল, বিরাট।'

বিরাট-অনুষ্কার (virushka baby) প্রথম সন্তান আসা নিয়ে খুশির হাওয়া সারা দেশে। শুধু ক্রিকেট বা অভিনয় জগতের মানুষই নন, সারা দেশের বিভিন্ন অংশের লোকজন বিরাট-অনুষ্কাকে অভিননন্দন জানাচ্ছেন। ইতিমধ্যেই হাজার হাজার মানুষ শুভেচ্ছা জানিয়েছেন দম্পতিকে। ২০১৭ সালের ১১ ডিসেম্বর বিবাহ বন্ধনে আবদ্ধ হন বিরাট ও অনুষ্কা। গত বছর অগাস্ট মাসে অনুষ্কার অন্তঃসত্ত্বা হওয়ার কথা জানা যায়। সোমবার দুপুরে সোশ্যাল মিডিয়ায় বিরাট ট্যুইট করে জানান যে অনুষ্কা ও তাঁর সদ্যোজাত সন্তান দুজনেই ভালো আছে।

বিরাট-অনুষ্কার (Anushka Sharma) প্রথম সন্তানের জন্মের খবরে খুশির হাওয়া সারা দেশে। শুধু ক্রিকেট বা অভিনয় জগতের লোকজনই নন, সারা দেশের বিভিন্ন অংশের লোকজন বিরাট-অনুষ্কাকে অভিননন্দন জানাচ্ছেন। হার্দিক পাণ্ড্য ট্যুইটারে লিখেছেন, 'বাবা-মায়ের নতুন এই দুনিয়ায় বিরাট ভাই আর অনুষ্কাকে স্বাগত। তোমাদের মেয়েকে আলিঙ্গন। এত আনন্দ দেবে ও যে আজীবনের সম্পদ হয়ে থাকবে।'



ভারতীয় দলের তারকা স্পিনার তথা সিডনিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট ম্যাচ বাঁচানোর অন্যতম নায়ক আর অশ্বিনের ট্যুইট, 'অনেক অভিনন্দন বিরাট ও অনুষ্কা। আমাদের ক্লাবে স্বাগত।'



প্রজ্ঞান ওঝা ট্যুইট করেছেন, 'অভিনন্দন বিরাট ও অনুষ্কা। আমি নিশ্চিত এটা তোমাদের জীবনের সেরা পর্ব হবে।'







অস্ট্রেলীয় ক্রিকেটারেরাও কোহলিকে অভিনন্দন জানিয়েছেন। ব্রেট লি যেমন। লিখেছেন, 'অভিনন্দন বিরাট ও অনুষ্কা।'









ভারতীয় ক্রিকেট বোর্ড ও আইপিএলে কোহলির দল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের তরফেও অভিনন্দন জানানো হয়েছে বিরুষ্কাকে।





অন্যদিকে, অভিনন্দন এসেছে সিনেদুনিয়া থেকেও। পরমব্রত চট্টোপাধ্যায় অনুষ্কার  সঙ্গে কাজ করেছেন। তিনিও ট্যুইটারে অভিনন্দন জানিয়েছেন।