দুবাই: এবারের আইপিএল শুরু হওয়ার আগেই রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর শিবিরে সুখবর। অধিনায়ক বিরাট কোহলির পরিবারে নতুন সদস্য আসতে চলেছে। কয়েকদিন আগেই বিরাট ও তাঁর স্ত্রী অনুষ্কা শর্মা ঘোষণা করেছেন, আগামী জানুয়ারিতে তাঁদের সন্তানের জন্ম হতে চলেছে। সোশ্যাল মিডিয়ায় অনুষ্কার বেবি বাম্পের ছবিও পোস্ট করেছেন বিরাট।

আইপিএল-এর জন্য এখন দুবাইয়ে আছেন বিরাট ও অনুষ্কা। সেখানেই তাঁদের সঙ্গে এই আনন্দের মুহূর্ত ভাগ করে নিলেন সতীর্থরা। কেক কাটলেন বিরাট-অনুষ্কা। তাঁদের সঙ্গে ছিলেন যুজবেন্দ্র চাহল সহ দলের অন্যান্য ক্রিকেটার ও সাপোর্ট স্টাফরা। সোশ্যাল মিডিয়ায় সেই ভিডিও ভাইরাল।

কিছুদিন আগেই বাবা হয়েছেন ভারতীয় দলের তারকা অলরাউন্ডার হার্দিক পাণ্ড্য। ৩০ জুলাই পুত্রসন্তানের জন্ম দিয়েছেন নাতাশা স্ট্যানকোভিচ। এবার বিরাটও বাবা হতে চলেছেন।