কলকাতা: ডুরান্ড কাপের ডার্বিতে চিরপ্রতিদ্বন্দ্বী ইস্টবেঙ্গলের কাছে পরাজয় বা তারপর কলকাতা লিগের ম্যাচে পয়েন্ট নষ্টের দুঃস্বপ্ন ভুলে ঘুরে দাঁড়াল মোহনবাগান সুপার জায়ান্ট। বুধবার এএফসি কাপে (AFC Cup) দুর্দান্ত জয় ছিনিয়ে নিল মোহনবাগান (Mohun Bagan Super Giant)। নেপালের মাছিন্দ্রা এফসিকে ৩-১ গোলে হারাল জুয়ান ফেরান্দোর দল। জোড়া গোল করলেন আনোয়ার। মোহনবাগান জার্সিতে প্রথম গোল করলেন জেসন কামিংস।


ডার্বি হারের পর কলকাতা লিগের ম্যাচেও আটকে গিয়েছিল সবুজ-মেরুন শিবির। অবশেষে এএফসি কাপের ম্যাচে মাছিন্দ্রার বিরুদ্ধে ঘুরে দাঁড়াল মোহনবাগান। এই ম্যাচে জোড়া গোল করলেন আনোয়ার। ম্যাচে গোল করেন কামিংসও। প্রথমবার সবুজ-মেরুন জার্সিতে গোল করলেন অস্ট্রেলিয়ার বিশ্বকাপার। এরপর আগামী ২২ অগাস্ট ঢাকা আবাহনীর বিরুদ্ধে এএফসির প্লে-অফের ম্যাচে খেলবে মোহনবাগান


গত শনিবার ডুরান্ড কাপের ডার্বিতে পরিবর্ত ফুটবলার হিসাবে মোহনবাগানের জার্সিতে অভিষেক হয়েছিল কামিংসের। দুর্ধর্ষ গোলে সেই ম্যাচে সবুজ-মেরুন শিবিরে আঁধার নামান নন্দকুমার। সেদিন ইস্টবেঙ্গল রক্ষণের সামনে আটকে যান কামিংস। যা নিয়ে বেশ কটাক্ষের শিকারও হন তিনি।


প্ৰথম ম্যাচের দুঃসহ অভিজ্ঞতা সামলে এবার গোলের দেখা পেলেন কামিংস। ৫৯ মিনিটে বাগান জার্সিতে নিজের প্ৰথম গোল করেন কামিংস। তবে এএফসি কাপের চলতি মরশুমের উদ্বোধনী ম্যাচের নায়ক আনোয়ার আলি। দুই অর্ধে জোড়া গোল করলেন তারকা স্টপার। দুটো গোলই এল হেড থেকে।


মোহনবাগানের জার্সিতে আনোয়ারের প্ৰথম গোল হেডে। হুগো বুমোসের সেন্টার থেকে দুরন্ত হেডে আনোয়ার জালে বল জড়িয়ে দেন। দ্বিতীয় গোলে সেন্টার করেছিলেন দ্বিতীয়ার্ধে পরিবর্ত হিসাবে নামা দিমিত্রি পেত্রাতোস। ৮৬ মিনিটে আনোয়ারের হেড সামলাতে পারেননি মাছিন্দ্রা কিপার বিশাল শ্রেষ্ঠা। 


 






ম্যাচে শুরু থেকেই দাপট ছিল মোহনবাগানের। প্রতিপক্ষের অর্ধে আক্রমণ করা থেকে গোলের সুযোগ তৈরি করা, সবেতেই মোহনবাগান এগিয়ে ছিল। তবুও প্ৰথম গোল পেতে বাগানকে অপেক্ষা করতে হয় ৩৮ মিনিট পর্যন্ত। ৫৯ মিনিটে ২-০ এগিয়ে যায় মোহনবাগান। ৭৮ মিনিটে ফ্রি কিক থেকে গোল করে ব্যবধান কমান পিয়েরে। ৮৫ মিনিটে ৩-১ করেন আনোয়ার।




আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন


https://t.me/abpanandaofficial