নয়াদিল্লি: অধিনায়ক ও খেলোয়াড় হিসেবে দেশকে বহু সাফল্য এনে দিয়েছেন মহেন্দ্র সিংহ ধোনি। দলের প্রতি তাঁর দায়বদ্ধতা যে কোন পর্যায়ের, সেটা একটা ঘটনাতেই স্পষ্ট হয়ে গিয়েছে। দেশের হয়ে খেলতে ব্যস্ত থাকায় মেয়ে জিভার জন্মের খবরই পাননি ভারতের প্রাক্তন অধিনায়ক। পরে সতীর্থ সুরেশ রায়নার কাছ থেকে খবর পান তিনি। এরপরেও তখনই দেশে না ফিরে দলের সঙ্গে থাকেন এবং ম্যাচও খেলেন ধোনি।
২০১৫ সালে যখন বিশ্বকাপ খেলতে দলের সঙ্গে অস্ট্রেলিয়া যান ধোনি, সেই সময়ই জিভার জন্ম হয়। কিন্তু ধোনির কাছে ফোন ছিল না। ফলে তাঁর স্ত্রী যোগাযোগ করতে পারছিলেন না। সেই কারণে ধোনি মেয়ের জন্মের খবর পাননি। রায়নাকে ফোন করে খবর দেন সাক্ষী। এরপর রায়নাই ধোনিকে জানান যে তিনি বাবা হয়েছেন। কিন্তু এরপরেও দেশে না ফিরে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম প্রস্তুতি ম্যাচে খেলেন ধোনি। সদ্য প্রকাশিত ক্রিকেট সংক্রান্ত একটি বইয়ে এই চমকপ্রদ তথ্য জানা গিয়েছে।
মেয়ে হয়েছে, জানতেনই না ধোনি!
Web Desk, ABP Ananda
Updated at:
22 Oct 2017 03:53 PM (IST)
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -