নয়াদিল্লি: এপ্রিল মাসের প্রথম দিন যখন সারা বিশ্বের মানুষ একে অপরকে বোকা বানানোর চেষ্টা করছে, তখন ট্যুইটারে সারা বছর ধরে মজা করা বীরেন্দ্র সহবাগ কী করে চুপ থাকেন! তিনি নীরবতা অবলম্বন করেননি। আজ সহবাগ এমন একটি ট্যুইট করেছেন, যা দেখে সবারই চক্ষু চড়কগাছ।


সহবাগ ট্যুইটারে একটি মার্কিন সংবাদপত্রের প্রতিবেদন পোস্ট করেছেন। সেই প্রতিবেদন লিখেছেন স্টিফেন স্মিথ নামে এক সাংবাদিক (অস্ট্রেলিয়ার অধিনায়ক নিশানায় থাকতে পারেন)। এই প্রতিবেদনে লেখা হয়েছে, সহবাগ পরবর্তী মার্কিন প্রেসিডেন্ট হওয়ার দৌড়ে আছেন। বর্তমান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ভারতের এই প্রাক্তন ক্রিকেটারের ভক্ত। তাঁর সঙ্গে যোগাযোগ রাখছে ট্রাম্প প্রশাসন। সবাইকে এপ্রিল ফুল করার জন্যই এই ভুয়ো প্রতিবেদন পোস্ট করেছেন সহবাগ।