মুম্বই: আইপিএল বেটিংয়ে এবার নাম জড়াল বলিউড অভিনেতা ও প্রযোজক আরবাজ খানের। তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য সমন পাঠিয়েছে মহারাষ্ট্রের ঠানের পুলিশ। আগামীকাল তাঁকে হাজিরা দিতে হবে।

সলমন খানের ভাই আরবাজের বিরুদ্ধে বেটিংয়ে অনেক টাকা খাটানোর অভিযোগ এনেছে পুলিশ। সোনু জালান ওরফে সোনু বাটলা নামে এক বুকিকে গ্রেফতার করার পরেই এই চক্রে আরবাজের যোগ থাকার কথা জানতে পারে পুলিশ। সোনুর সঙ্গে কুখ্যাত আন্ডারওয়ার্ল্ড ডন দাউদ ইব্রাহিমেরও যোগ রয়েছে বলে জানা গিয়েছে।

পুলিশ সূত্রে খবর, কল্যাণ অঞ্চলের আদালতে অন্য এক অভিযুক্তর সঙ্গে দেখা করতে গিয়েছিল সোনু। সে কথা জানতে পেরে তাকে গ্রেফতার করা হয়। এরপরেই জানা যায়, তার সঙ্গে আরবাজের যোগ আছে।