লিডস: দুই দলের বোলারদের দাপটে জমে উঠেছে চলতি ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার মধ্যে অ্যাশেজ সিরিজের তৃতীয় টেস্ট।  জোফরা আর্চারের বিধ্বংসী বোলিংয়ে অস্ট্রেলিয়া প্রথম দিনে প্রথম ইনিংসে ৫২.১ ওভারে মাত্র ১৭৯ রানে অলআউট হয়ে যায়। অস্ট্রেলিয়ার ইনিংস শেষ হওয়ার পর প্রথম দিনের খেলার সমাপ্তি ঘোষণা করা হয়েছিল। দ্বিতীয় দিন প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে ব্যাটিং বিপর্যয়ের মুখে পড়েছে ইংল্যান্ডও। ৪৫ রানে তাদের পাঁচ উইকেট পড়ে গিয়েছে।

প্রথম দিন টসে জিতে ইংল্যান্ড বোলিংয়ের সিদ্ধান্ত নেয়। অস্ট্রেলিয়ার শুরুটা একেবারেই ভালো হয়নি। আর্চারের বলে ফিরে যান মার্কাস হ্যারিস। এরপর উসমান খোয়াজাও বেশিক্ষণ টিকতে পারেননি। ২৫ রানে দুই উইকেট হারানোর পর ডেভিড ওয়ার্নার (৬১) ও মারনাস লাবুসানের জুটিতে ১১১ রান যোগ হয়।

অস্ট্রেলিয়ার ১৩৬ রানে তৃতীয় উইকেটের পতন হয়। ফিরে যান ওয়ার্নার। তিনিও আর্চারের শিকার হন।এরপর একের পর এক উইকেট হারাতে থাকে অস্ট্রেলিয়া।  ট্র্যাভিস হেড ও ম্যাথু ওয়েড খাতাও খুলতে পারেননি। শেষপর্যন্ত ১৭৯ রানে অলআউট হয়ে যায় অস্ট্রেলিয়া। লাবুশানে ৭৪ রান করেন।

জোফরা আর্চার ৪৫ রানে ছয় উইকেট নেন।