নয়াদিল্লি: তিরন্দাজিতে (Archery) ইতিহাস গড়লেন ভারতের পার্থ সালুনখে (Parth Salunkhe)। তিরন্দাজিতে যুব বিশ্ব চ্যাম্পিয়নশিপের রিকার্ভ বিভাগে প্রথম ভারতীয় হিসেবে জয় পেলেন পার্থ সালুনখে। মহারাষ্ট্রের সাতারার ১৯ বছর বয়সী পার্থ গড়লেন নয়া নজির। অনূর্ধ্ব-২১ বিভাগে ছেলেদের ব্যক্তিগত রিকার্ভ বিভাগে ফাইনালে জিতলেন পার্থ। ফাইনালে কোরিয়ার প্রতিপক্ষকে হারিয়ে দেন পার্থ। যুব তিরন্দাজি বিশ্ব চ্যাম্পিয়নশিপে এবার ভারতীয় তিরন্দাজরা দুর্দান্ত পারফরম্যান্স করেছেন। সব মিলিয়ে ভারত ১১টি পদক নিয়ে প্রতিযোগিতা শেষ করল। যার মধ্যে উজ্জ্বলতম পারফরম্যান্স করলেন পার্থ।
আয়ার্ল্যান্ডের লিমরিকের ফাইনালে দুরন্ত ফর্মে ছিলেন ১৯ বছর বয়সী তিরন্দাজ। শীর্ষে থেকেই শেষ করেন পার্থ সালুনখে। ক্রমতালিকায় সাত নম্বরে থাকা সংগ ইনজুনের বিরুদ্ধে পাঁচ সেটের কঠিন লড়াই লড়েন তিনি। খেলার ফল পার্থের পক্ষে ৭-৩ (২৬-২৬, ২৫-২৮, ২৮-২৬, ২৯-২৬, ২৮-২৬)। এর ফলে প্রথম ভারতীয় হিসেবে যুব পর্যায়ে বিশ্ব চ্যাম্পিয়নশিপে রিকার্ভ বিভাগে সোনা জিতে নজির গড়েন তিনি। পাশাপাশি অনূর্ধ্ব-২১ বিশ্ব চ্যাম্পিয়নশিপের মহিলা রিকার্ভ বিভাগেও ব্রোঞ্জ পদক জিতেছে ভারত। পদক জেতেন ভূজা কৌর। চাইনিজ তাইপের সু-সিন-ইউকে হারিয়ে দেন ৭-১ পয়েন্টে (২৮-২৫, ২৭-২৭, ২৯-২৫, ৩০-২৬)।
টুর্নামেন্টে ভারত ছটি সোনা, একটি রুপো এবং চারটি ব্রোঞ্জ পদক নিয়ে শেষ করেছে। ভারতের ইতিহাসে যা সেরা পারফরম্যান্স। ফলে পদক তালিকায় দক্ষিণ কোরিয়ার পিছনে দুই নম্বরে শেষ করেছে ভারতীয় দল। কোরিয়া ছটি সোনা এবং চারটি রুপো পেয়েছে। সালুনখে একটা সময়ে ১-৩ ব্যবধানে পিছিয়ে ছিলেন। কোরিয়ার প্রতিযোগী পরপর দুটি ১০ এবং তিনটি ৯ পয়েন্ট স্কোর করেন প্রথম ছটি তির ছুঁড়ে। এরপর আর পিছনে ফিরে তাকাতে হয়নি তাঁকে।
২০০৯ এবং ২০১১ সালে দীপিকা কুমারী এবং ২০১৯ এবং ২০২১ সালে কোমলিকা বারি ক্যাডেট এবং ইয়ুথ চ্যাম্পিয়ন হলেও রিকার্ভ বিভাগে তাঁরা জেতেননি। সেদিক থেকে নজির গড়লেন পার্থ সালুনখে।
আরও পড়ুন: ABP Exclusive: আলমবাজার থেকে কিংবদন্তি ম্যাকগ্রার ক্লাসে, শামি-মুকেশের পর ফের এক কোহিনূরের সন্ধান?
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন