কলকাতা: আজকাল সোশ্যাল মিডিয়া (Social Media) ছাড়া এক মুহূর্তও চলা দায়। প্রচারের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম সোশ্যাল মিডিয়া। তা কোনও ছবির ক্ষেত্রেই হোক, বা কোনও তারকার নিজস্ব প্রচারই হোক। তারকা, প্রযোজনা সংস্থা তো বটেই, সাধারণ মানুষও সোশ্যাল মিডিয়ায় তাঁদের জীবনের প্রত্যেক মুহূর্তের আপডেট শেয়ার করতে বেশ পছন্দ করেন। শুধু নিজেদের কাজই নয়, নিজেদের দৈনন্দিন জীবনের টুকরো মুহূর্তও সোশ্যাল মিডিয়ায় ভাগ করে নেন তারকারা। আর সেসব দেখতে মুখিয়ে থাকেন অনুরাগীরা। টলিউড (Tollywood) থেকে বলিউড (Bollywood)... প্রায় প্রত্যেক তারকাই এখন সোশ্যাল মিডিয়ায় ভীষণভাবে সক্রিয়। আমরা প্রতিদিন খুঁজে নেওয়ার চেষ্টা করব সেই সব সোশ্যাল মিডিয়া পোস্টকে, যা নজর কাড়ল আলাদাভাবে। সে প্রচারই হোক বা নিছক আলসে মুহূর্ত.. টলিউড থেকে বলিউড, আমরা প্রতিদিন খুঁজে নেওয়ার চেষ্টা করব, বিনোদন দুনিয়ার সোশ্যালের সেরা খবরগুলোকে।
'জওয়ান' ছবির প্রিভিউ
বহুদিনের অপেক্ষার অবসান। অবশেষে প্রকাশ্যে এল চলতি বছরে মুক্তির অপেক্ষায় থাকা শাহরুখ খানের দ্বিতীয় ছবি 'জওয়ান'-এর প্রিভিউ। সোশ্যাল মিডিয়ায় কালকেই ঘোষণা করা হয়েছিল যে ১০ জুলাই, অর্থাৎ আজ সকাল সাড়ে ১০টায় মুক্তি পায় শাহরুখ খান অভিনীত, অ্যাটলি পরিচালিত 'জওয়ান' ছবির প্রিভিউ (Jawan Prevue)। সোশ্যাল মিডিয়ায় সেই প্রিভিউ পোস্ট হতেই শোরগোল, ঝড় তুলল সোশ্যাল মিডিয়ায়। একের পর এক মিম, পোস্ট, কমেন্টের বন্যা। শাহরুখ খান, নয়নতারা (Nayanthara), দীপিকা পাড়ুকোন (Deepika Padukone), বিজয় সেতুপতির (Vijay Sethupathi) ছবির উদযাপনে সামিল সকলে। 'জওয়ান' ছবির প্রিভিউতে কিং খানকে (Shah Rukh Khan) দেখা গেল মোট চারটি ভিন্ন লুকে। সেখানে তাঁর মুণ্ডিত মস্তক যেমন বিশেষভাবে নজর কেড়েছে। এদিন প্রিভিউ পোস্ট করে শাহরুখ খান লেখেন, 'ম্যায় কৌন হুঁ, কৌন নেহি, জাননে কে লিয়ে, রেডি আ?' হিন্দি, তামিল ও তেলুগু তিন ভাষাতেই প্রকাশ্যে আসে প্রিভিউ। বিশ্বজুড়ে ৭ সেপ্টেম্বর মুক্তি পাবে ছবিটি, তিনটি ভাষায়।
সাত পাকে বাঁধা পড়লেন শ্রুতি-স্বর্ণেন্দু
টলিপাড়ায় আরও এক প্রেম পেল পরিণতি। এতদিন ধরে বোনা গল্প এবার সত্যি হল। বিয়ে করলেন টেলি পাড়ার জনপ্রিয় অভিনেত্রী শ্রুতি দাস (Shruti Das) ও পরিচালক স্বর্ণেন্দু সমাদ্দার (Swarnendu Samaddhar)। এদিন সামাজিক এবং আইনি বিয়েই সেরেছেন তাঁরা। বিয়ের যাবতীয় খবর গোপনই রেখেছিলেন 'রাঙা বউ' ও পরিচালক। ৯ তারিখ, রবিবার অনেকটা রাতে সোশ্যাল মিডিয়ায় নিজেদের বিয়ের খবর জানান শ্রুতি ও স্বর্ণেন্দু। ফেসবুকে 'রিলেশনশিপ স্টেটাস' করেন আপডেট। তবে নিজেদের কোনও ছবি শেয়ার করেননি তখনও। সোমবার দুপুরের দিকে নিজেদের ছবি শেয়ার করেন অভিনেত্রী। শাড়ি ও পাঞ্জাবীতে রংমিলান্তি, কপালে সিঁদুর, একে অপরের দিকে মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে নবদম্পতি। সোশ্যাল মিডিয়া ভরেছে শুভেচ্ছাবার্তায়।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন