নয়াদিল্লি: কলম্বিয়ার মেডেলিনে আয়োজিত হচ্ছে তিরন্দাজির বিশ্বকাপ (Archery World Cup)। সেই বিশ্বকাপের তৃতীয় গ্রুপ স্টেজে নতুন ইতিহাস গড়ল ভারতের উঠতি তিরন্দাজ, ১৬ বছরের অদিতি গোপীচন্দ (Aditi Gopichand)। যোগ্যতা অর্জন পর্বে ৭২০-র মধ্যে ৭১১ পয়েন্ট পেয়ে অনূর্ধ্ব ১৮ স্তরে নতুন ইতিহাস লিখল সে। সদ্যই মে মাসে যুক্তরাষ্ট্রের লিকো আরিওলা ৭০৫ পয়েন্ট পেয়ে রেকর্ড গড়েছিলেন। সেই রেকর্ড ভেঙে দিল ভারতের তরুণী।


১৬ বছরের অদিতি এ বারই সিনিয়র তিরন্দাজ দলের হয়ে প্রথমবার টুর্নামেন্টে নেমেছেন, আর টুর্নামেন্টে নেমেই ইতিহাস। নতুন রেকর্ড গড়ে অভিভূত তরুণী। তিনি বলেন, 'আমি ভীষণই আনন্দিত এবং উচ্ছ্বসিত। আমি ভাবতেও পারিনি যে এমন খেলতে পারব বা এত স্কোর করতে পারব। আমার বয়স মাত্র ১৬ বছর। এই বয়সে এই কীর্তি গড়তে পেরে আমি সত্যি বলতে খুবই উচ্ছ্বসিত।'


আরও এক ভারতীয় তিরন্দাজ জ্যোতি সুরেখা ভেন্নম এই প্রতিযোগিতায় দ্বিতীয় স্থান দখল করেছে।। সে ৭০৮ পয়েন্টে শেষ করে। ষষ্ঠ স্থানে রয়েছে এক প্রণীত কৌর। তিনি ৭০০ পয়েন্ট পেয়েছে। অবনীত কৌর ৬৮৪ পয়েন্ট পেয়ে ২৮তম স্থানে আছে। ভারতীয় মহিলা কমপাউন্ড দলের সামনেও বিশ্বরেকর্ড গড়ার সুযোগ ছিল। তবে অল্পের জন্য সেই সুযোগ হাতছাড়া হয়। অদিতি, জ্যোতি ও প্রণীতের দ্বারা তৈরি ভারতীয় দল মোট ২১১৯ পয়েন্ট সংগ্রহ করে। গত সপ্তাহেই কোরিয়া প্রজাতন্ত্র সিঙ্গাপুরে ২১২০ পয়েন্ট সংগ্রহ করেছিল। এক পয়েন্টের জন্য রেকর্ডটা গড়া হল না ভারতীয় তিরন্দাজদের। 


ছেলেদের বিভাগে প্রাক্তন বিশ্বচ্যাম্পিয়ন অভিষেক ভার্মা ভারতীয় হিসাবে শীর্ষস্থানে শেষ করেন। বছরে নিজের প্রথম বিশ্বকাপ ইভেন্টে ৭০৭ পয়েন্ট নিয়ে অষ্টম স্থানে শেষ করেন তিনি। ওজাস প্রবীণ দেওতালে ১৩তম স্থানে শেষ করে। ৭০৩ পয়েন্ট পেয়েছেন তিনি। তাঁর থেকে এক পয়েন্ট কম নিয়ে ১৯ নম্বরে শেষ করেন সমাধন জকার। রজত চৌহান ৬৯৮ পয়েন্ট নিয়ে ২৮তম স্থানে শেষ করেন। দলগত বিভাগে মোট ২১১২ পয়েন্ট নিয়ে যুক্তরাষ্ট্রের পরে দ্বিতীয় স্থানে শেষ করেন ভারতীয় পুরুষরা। ১৩ জুন থেকে শুরু হওয়া এই প্রতিযোগিতা কিন্তু ১৮ জুন পর্যন্ত। তরুণ তিরন্দাজদের জন্য এই টুর্নামেন্টে নিজেদের প্রতিভা প্রদর্শন করার কিন্তু খুব বড় মঞ্চ।


এবিপি আনন্দ এখন টেলিগ্রামেও, ক্লিক করুন এই লিঙ্কে
https://t.me/abpanandaofficial