দোহা: ফ্রান্সের বিরুদ্ধে রবিবারই বিশ্বকাপের ফাইনালে মাঠে নামছে আর্জেন্তিনা Argentina vs France)। ম্যাচে স্বাভাবিক কারণেই সব নজর থাকবে আর্জেন্তাইন তারকা লিওনেল মেসির দিকে। এই ফাইনাল ম্যাচই বিশ্বকাপে তাঁর শেষ ম্যাচ হতে চলেছে বলে আগেই জানিয়েছেন মেসি। তবে মেসির পাশাপাশি এই বিশ্বকাপ ফাইনালেই সম্ভবত শেষবার আর্জেন্তাইন জার্সিতে খেলতে দেখা যাবে মেসির দীর্ঘদিনের সতীর্থ অ্যাঙ্খেল দি মারিয়াকেও (Angel Di Maria)।


দি মারিয়ার শেষ ম্যাচ?


জাতীয় দলের হয়ে হয়ে তারকা উইঙ্গার মোট ১২৯টি ম্যাচ খেলে ২৭ গোল করেছেন। কোপা আমেরিকা থেকে ফাইনালিসিমা, একাধিক বড় বড় টুর্নামেন্টের ফাইনালে লা আলবিসেলেস্তের হয়ে গোলও করেছেন দি মারিয়া। তবে এই বিশ্বকাপের পরেই তিনি আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নেওয়ার ইঙ্গিত আগেই দিয়ে রেখেছেন। দি মারিয়া চলতি বছরের মাঝামাঝি সময় ফাইনালিসিমার আগে বলেছিলেন, 'বিশ্বকাপের পর আমার মনে হয় আমার বিদায় নেওয়া উচিত। জাতীয় দলে খেলার যোগ্য আরও বহু ফুটবলার অপেক্ষা করে রয়েছেন। এতদিন ধরে জাতীয় দলের হয়ে খেলে দলের হয়ে এত ট্রফি জয়ের পরেও খেলা চালিয়ে যাওয়াটা খুব স্বার্থপরের মতো কাজ হবে।' 


প্রসঙ্গত, চোট সমস্যার জেরে আট বছর আগে জার্মানির বিরুদ্ধে ফাইনালে খেলতে পারেননি দি মারিয়া। সেই আক্ষেপ সুদে আসলে মিটিয়ে নেওয়ার হাতছানি রয়েছে তাঁর সামনে। অবশ্য চলতি বিশ্বকাপে গ্রুপ পর্বের ম্যাচে প্রথম একাদশে থাকলেও, হালকা চোট সমস্যা থাকায় আর্জেন্তিনার হয়ে নক আউট ম্যাচগুলিতে দি মারিয়া পরিবর্ত হিসাবেই মাঠে নেমেছেন। ফাইনালেও তেমনটাই হয় কি না, এখন সেটাই দেখার। তবে দি মারিয়ার ফাইনালে যা রেকর্ড তাতে তিনি মাঠে না নামলে, তা খানিক বিস্ময়েরই হবে।  


প্রথম অধিনায়ক হিসাবে একাধিক বিশ্বকাপ জিততে পারেন লরিস। অপরদিকে, ভিট্টোরিও পোজোর পর মাত্র দ্বিতীয় কোচ হিসাবে পরপর দুই বিশ্বকাপ জয়ের সুযোগ রয়েছে দিদিয়ের দেশঁর (Didier Deschamps) সামনেও। সেই ম্যাচের আগে বিস্ফোরক মন্তব্য করলেন ফরাসি কোচ দেশঁ। 


ফরাসিরাও আর্জেন্তিনার পক্ষে!


বিশ্বজয়ী দেশঁ সাংবাদিক সম্মলনে দাবি করেন শুধু আর্জেন্তাইনরা নয়, বহু ফরাসি মানুষও আর্জেন্তিনার হাতে বিশ্বকাপ দেখতে চাইছেন। তিনি বলেন, 'আর্জেন্তাইনরা তো বটেই, অনেক ফরাসিরাও চাইছেন যেন আর্জেন্তিনা বিশ্বকাপ জেতে। তবে তা যাতে না হয়, সেজন্য আমরা নিজেদের সর্বস্বটা উজাড় করে দেব।' তিনি আরও বলেন, 'মাঠে যে আর্জেন্তিনার সমর্থকরাই বেশি সংখ্যায় থাকবেন, সেই বিষয়ে আমরা অবগত। আর্জেন্তাইনরা খুব উৎসাহের সঙ্গে নিজেদের দলকে সমর্থন করে। বিশ্বকাপের ফাইনালে এক দারুণ পরিবেশ তৈরি হবে, যা ফাইনালের উপযোগী। তবে আমাদের প্রতিপক্ষরা কিন্তু গ্যালারিতে নয়, মাঠে নামবেন। তাদের নিয়েই আমরা বেশি চিন্তিত।' 


আরও পড়ুন: বিশ্বকাপের মঞ্চে ফ্রান্স না আর্জেন্তিনা, মুখোমুখি সাক্ষাৎকারে এগিয়ে কোন দল?