বুয়েনস আইরেস: বিশ্বকাপ জয়ের পর থেকে তাঁকে ঘিরে গণউন্মাদনা। লিওনেল মেসি (Lionel Messi) যেখানেই যাচ্ছেন, ঘিরে ধরছে জনতা। চলছে তাঁর নামে জয়োধ্বনি।


মঙ্গলবার ভাই রদ্রিগোর মেয়ের ১৫তম জন্মদিনে গিয়েছিলেন মেসি। সঙ্গী স্ত্রী আন্তোনেলা রোকুজ্জো ও তিন সন্তান। কেন্টাকিতে মেসি যখন পৌঁছন, রাত ৯টা বাজে। নিজেই গাড়ি চালিয়ে গিয়েছিলেন মেসি। কাতার থেকে ফেরার পর মেসির বাড়ির সামনে সারাদিন ধরেই ভিড়। মেসি নিজে গাড়ি চালিয়ে বেরতেই জনতা তাঁর নামে জয়োধ্বনি দিতে শুরু করে। গান শুরু হয়, 'ওলে ওলে ওলে, লিও লিও'। মেসি ভক্তদের দিকে হাসিমুখে হাত নাড়েন।


মেসির পরনে ছিল সাদা শার্ট। আন্তোনেলা পরেছিলেন কালো পোশাক। তাঁদের তিন পুত্র থিয়াগো, মাতেও ও সিরোকে দেখা গিয়েছে পার্টির মেজাজে।                                                                                                        


এদিনই আবার ছিল আর্জেন্তিনার বিশ্বজয়ী দলের ডিফেন্ডার নিকালোস ত্যাগলিফিয়াকোর বিয়ে। দীর্ঘদিনের বান্ধবী কারোলিনা কালভাগনিকে বিয়ে করলেন তিনি। কিন্তু ভাইঝির জন্মদিনের জন্য সেই অনুষ্ঠানে যেতে পারেননি মেসি


রেকর্ড দাম


বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্সের মাধ্যমে সকলেরই নজর কেড়েছিলেন নেদারল্যান্ডসের তরুণ উইঙ্গার কোডি গ্যাকপো (Cody Gakpo)। বিশ্বকাপ শেষ হতেই এবার রেকর্ড অর্থের বিনিময়ে দল বদল করতে চলেছেন তিনি। নতুন বছরেই পিসএসভি (PSV Eindhoven) ছেড়ে ইংল্যান্ডের লিভারপুল ফুটবল ক্লাবে (Liverpool) যোগ দিতে চলেছেন ২৩ বছর বয়সি গ্যাকপো। পিএসভির তরফে সদ্যই এক বিবৃতিতে এই চুক্তির বিষয়ে জানানো হয়।


পিসএসভির তরফে বিবৃতিতে লেখা হয়, 'কোডি গ্যাকপোর বিষয়ে পিএসভি ও লিভারপুলের মধ্যে চুক্তি হয়েছে। ২৩ বছর বয়সি ফরোয়ার্ড ইংল্য়ান্ডের উদ্দেশে এখনই রওনা দেবেন এবং সেখানে ওঁর শারীরিক চিকিৎসা এবং অন্যান্য বিষয়গুলি ঠিকঠাকভাবে হলেই এই চুক্তি সরকারিভাবে পাকা হবে।' গ্যাকপো ঠিক কত দামে দলবদল ঘটাচ্ছে সেই বিষয়ে সরকারিভাবে কিছু না জানানোর সিদ্ধান্ত নেওয়া হলেও, পিএসভির তরফে জানানো হয় তাঁদের ক্লাব ইতিহাসের রেকর্ড মূল্যের বিনিময়ে এই চুক্তিটি হয়েছে। একাধিক রিপোর্ট অনুযায়ী, এই চুক্তির অঙ্ক ৩৭ মিলিয়ন ইউরো, যা গ্যাকপোর পারফরম্যান্সের ভিত্তিতে ৫০ মিলিয়ন ইউরো পর্যন্ত যেতে পারে।


আরও পড়ুন: শ্রীলঙ্কার বিরুদ্ধে টি-টোয়েন্টিতে জাতীয় দলে ঢুকে পড়লেন বাংলার মুকেশ