রিও দে জেনেইরো: আর্জেন্তিনা (Argentina Football Team) সম্প্রতি যে দুই বড় ট্রফি জিতে বিশ্বের সকল ফুটবলপ্রেমীদের কুর্নিশ আদায় করে নিয়েছে, দুটির নেপথ্যেই রয়েছে তাঁর অবদান। কোপা আমেরিকা ফাইনালে ব্রাজিলের বিরুদ্ধে আর্জেন্তিনার জয়সূচক গোলটি করেছিলেন। ফ্রান্সের বিরুদ্ধে বিশ্বকাপ ফাইনালেও গোল করেছিলেন। সেই অ্যাঙ্খেল দি মারিয়া (Angel Di Maria) ফুটবলকে বিদায় জানাতে চলেছেন। সেই সঙ্গে শেষ হতে চলেছে আর্জেন্তিনা ফুটবলের এক বর্ণময় অধ্যায়ের।
পরের বছরই রয়েছে কোপা আমেরিকা। আর্জেন্তিনার সামনে খেতাব রক্ষার লড়াই। আর সেই টুর্নামেন্ট খেলেই আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানাতে চলেছেন আর্জেন্তিনার তারকা ফুটবলার অ্যাঙ্খেল দি মারিয়া। ব্রাজিলের বিরুদ্ধে বিশ্বকাপের যোগ্যতা অর্জনকারী পর্বে আর্জেন্তিনার ম্যাচের পরেই তিনি জানিয়ে দিয়েছেন, পরের বছরের কোপা আমেরিকা খেলে নীল-সাদা জার্সি পাকাপাকি ভাবে তুলে রাখবেন তিনি।
আর্জেন্তিনার ফুটবলে সাম্প্রতিক কালে অন্যতম বড় চরিত্র দি মারিয়া। লিয়োনেল মেসির ছায়ায় ঢাকা পড়ে থাকলেও দেশের জার্সিতে তাঁর অবদান কিছু কম নয়। কাতার বিশ্বকাপের ফাইনালে গোল ছিল দি মারিয়ার। এ ছাড়া ২০২১ সালে ব্রাজিলের বিরুদ্ধে তাঁর একমাত্র গোলেই কোপা আমেরিকা জিতেছিল আর্জেন্তিনা। সেটাই দীর্ঘ দিন পরে আর্জেন্তিনার কোনও বড় ট্রফি জয়।
বিশ্বকাপের যোগ্যতা অর্জনকারী পর্বে ব্রাজিলকে হারানোর পর দি মারিয়া সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, 'কোপা আমেরিকাতেই শেষবারের মতো আর্জেন্তিনার জার্সি পরব। এই কথা বলতে গিয়ে আমার প্রচণ্ড কষ্ট হচ্ছে। গলায় যেন দলা পাকিয়ে আসছে। কিন্তু আমার জীবনের অন্যতম সেরা উপহারকে বিদায় জানানোর এটাই সেরা সময়। সমর্থক, পরিবার, বন্ধু, সতীর্থ সবাইকে ধন্যবাদ।”
তবে দেশের হয়ে না খেললেও, ক্লাব ফুটবলে খেলা চালিয়ে যাবেন দি মারিয়া। রিয়াল মাদ্রিদ, প্যারিস সঁ জরমঁ, য়ুভেন্টাস, ম্যাঞ্চেস্টার ইউনাইটেড হয়ে তিনি এখন খেলেন পর্তুগালের ক্লাব বেনফিকাতে। গত বছর বলেছিলেন, কাতার বিশ্বকাপের পরই অবসর নেবেন। কিন্তু আর্জেন্তিনা চ্যাম্পিয়ন হওয়ার পর সেই ধারণা বদলান দি মারিয়া। লিওনেল মেসির মতোই তিনিও জানিয়ে দেন যে, চ্যাম্পিয়ন দলের সদস্য হিসাবে খেলা চালিয়ে যেতে চান।
আরও পড়ুন: অপয়া মোদির জন্যই কাপ ফাইনালে হার, তোপ রাহুলের, কী বললেন শামি?
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।