কলকাতা: জয়েন্ট এন্ট্রান্সের (অ্যাডভান্স) ২০২৪- এর দিন ঘোষণা। আগামী বছর ২৬ মে এই পরীক্ষা হবে। দিন ঘোষণার পাশাপাশি ইন্ডিয়ান ইনস্টিটিউট অব টেকনোলজি জানিয়েছে, দু'দফায় নেওয়া হবে এই পরীক্ষা। প্রথম দফার পরীক্ষা হবে ওই দিন সকাল ৯টা থেকে বেলা ১২টা পর্যন্ত। দ্বিতীয় দফার পরীক্ষা হবে দুপুর আড়াইটে থেকে বিকেল সাড়ে পাঁচটা পর্যন্ত।
জয়েন্ট এন্ট্রান্স অ্যাডভান্সের সূচি ঘোষণা : আগামী বছর ২১ এপ্রিল থেকে শুরু হবে রেজিস্ট্রেশন। শেষ হবে ৩০ এপ্রিল। জয়েন্ট এন্ট্রান্সের (মেন) পরীক্ষায় উত্তীর্ণ হলে তবেই এই পরীক্ষায় বসা যাবে। চলতি মাসের ৩০ তারিখের মধ্যে জয়েন্ট এন্ট্রান্সের (মেন)- এর জন্য রেজিস্ট্রেশন করা যাবে। যেসব পড়ুয়ারা IIT বা অন্যান্য ইঞ্জিনিয়ারিং কলেজ থেকে বি.টেক করতে চান তাঁরা এই পরীক্ষায় বসতে পারেন। জয়েন্ট এন্ট্রান্সের (অ্যাডভান্স) ২০২৪-এর ফি জমা দেওয়ার শেষ দিন আগামী বছর ৬ মে। ওই দিন বিকেল ৫টার মধ্যে ফি জমা দিয়ে দিতে হবে।
- রেজিস্ট্রেশন শুরু: ২১ এপ্রিল ২০২৪
- রেজিস্ট্রেশনের শেষ দিন: ৩০ এপ্রিল ২০২৪
- ফি জমা দেওয়ার শেষ দিন: ৬ মে ২০২৪
- অ্যাডমিট কার্ড পাওয়া যাবে: ১৭ মে ২০২৪ থেকে ২৬ মে ২০২৪ পর্যন্ত
- পরীক্ষার দিন: ২৬ মে ২০২৪
- প্রাথমিক অ্যান্সার কী প্রকাশ: ২ জুন ২০২৪
- পরীক্ষার ফল ঘোষণা: ৯ জুন ২০২৪
জেইই মেন ২০২৪ সেশন ১- (JEE Main 2024 Session 1) এর জন্য অ্যাপ্লিকেশন পদ্ধতি শুরু হয়েছে চলতি মাসেই। প্রার্থীদের প্রথমে jeemain.nta.ac.in এই ওয়েবসাইটে গিয়ে ভালভাবে নোটিফিকেশন পড়ে নিতে হবে। তারপর পূরণ করতে হবে অ্যাপ্লিকেশন ফর্ম। প্রথম সেশনের পরীক্ষা হতে পারে আগামী বছর জানুয়ারি বা ফেব্রুয়ারি মাসে। আর দ্বিতীয় সেশনের পরীক্ষা হবে ২০২৪ সালের এপ্রিল মাসে। অ্যাপ্লিকেশন ফর্মের সঙ্গে সঙ্গে এনটিএ পরীক্ষার জন্য এনফরমেশন বুলেটিন এবং সিলেবাসও প্রকাশ করেছে। আর এবার রেজিস্ট্রেশনের শেষ দিন ঘোষণা করল NTA। ন্যাশনাল টেস্টিং এজেন্সি জানিয়েছে, আবেদনকারীকে ৩০ নভেম্বরের মধ্যে jeemain.nta.ac.in এই ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন করাতে হবে। নির্দিষ্ট সময়সীমার আর আবেদন করা যাবে না।
JEE Main 2024 Session 1 - এর জন্য কীভাবে আবেদন করবেন
- প্রথমে JEE main- এর অফিশিয়াল ওয়েবসাইট jeemain.nta.nic.in- এখানে যেতে হবে।
- এবার ক্লিক করতে হবে JEE Main 2024 সেশন ১ রেজিস্ট্রেশন লিঙ্কে। এই লিঙ্ক ওয়েবসাইটের হোমপেজেই থাকবে।
- এরপর রেজিস্ট্রেশন ডিটেলস দিয়ে সাবমিট অপশনে ক্লিক করতে হবে।
- একবার এই কাজ সম্পূর্ণ হয়ে গেলে অ্যাকাউন্টে লগ-ইন করে অ্যাপ্লিকেশন ফর্ম ফিলআপ করতে হবে।
- এরপরের পর্যায়ে অ্যাপ্লিকেশন ফি জমা দিতে হবে। পেমেন্ট সম্পন্ন হলে সাবমিট অপশনে ক্লিক করতে হবে।
- শেষ পর্যায়ে পেজটা ডাউনলোড করে নিন। আর নিজের সুবিধার জন্য একটি হার্ড কপি সঙ্গে রেখে দিন যা পরে কাজে লাগতে পারে।
আরও পড়ুন: SBI Recruitment: SBI Apprentice 2023 পরীক্ষার অ্যাডমিট কার্ড প্রকাশ, কীভাবে করবেন ডাউনলোড?
Education Loan Information:
Calculate Education Loan EMI