দোহা: আজ কাতার বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে আর্জেন্তিনার (Argentina) বিরুদ্ধে খেলতে নামছে ক্রোয়েশিয়া (Croatia)। নীল সাদা জার্সিতে লিওনেল মেসি হোক বা ক্রোয়েশিয়ার জার্সিতে লুকা মদ্রিচ (Luca Modric)। নিঃসন্দেহে এই ২ জনের কাছেই শেষ সুযোগ বিশ্বজয়ের। কারই এর পর আর কোনওদিনও এই ২ জনকে হয়ত বিশ্বকাপের মঞ্চে আর দেখা যাবে না। এই ম্যাচের আগে দেখে নেওয়া যাক কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে। 


১. ২০১৮ সলে রাশিয়া বিশ্বকাপে ইংল্য়ান্ডকে হারিয়ে দিয়েছিল ক্রোয়েশিয়া। পরে ফ্রান্সের বিরুদ্ধে ৪-২ গোলে হারতে হয়। ১৯৯১ সালে স্বাধীনতা পাওয়ার পর থেকে ১৯৯৮ সালে প্রথমবার বিশ্বকাপের সেমিফাইনালে পৌঁছয় ক্রোয়েটরা। 


২. লিওনেল মেসির এটাই হয়ত শেষ বিশ্বকাপ। বয়স ৩৫। মেসি এই মুহূর্তে তাঁর কেরিয়ারের সেরা মুহূর্তে নেই। কিন্তু এবারের টুর্নামেন্টে বেশ কিছু দুর্দান্ত মুভ, অ্যাসিস্ট ও ৪টি গোল করেছেন লিও। মারাদোনা বিশ্বকাপ জিতলেও মেসি এখনও এই ট্রফি ঘরে তুলতে পারেননি। তাঁর সঙ্গে যাঁর নাম সবসময় আলোচিত হয়, সেই ক্রিশ্চিয়ানো রোনাল্ডো হয়ত আর কোনওদিনই বিশ্বকাপ জিততে পারবেন না পর্তুগালের হয়ে। কিন্তু মেসির কাছে এখনও সুযোগ রয়েছে।


৩. ক্রোয়েশিয়া তাদের শেষ ২টো বিশ্বকাপে মোট চারবার পেনাল্টি শ্যুট আউট করেছে। আর চারটিতেই তারা জয় ছিনিয়ে নিয়েছে। এবারের বিশ্বকাপে প্রথমে জাপানের বিরুদ্ধে ৩-১ ব্য়বধানে জয় পেয়েছিল ক্রোয়েশিয়া। ব্রাজিলের বিরুদ্ধে শেষ আটের ম্যাচে ৪-২ ব্য়বধানে জয় পেয়েছে ক্রোয়েশিয়া টাইব্রেকারে।


ক্রোয়েশিয়ার বিরুদ্ধে বিশ্বকাপের (Fifa World Cup 2022) সেমিফাইনালে মার্কোস আকুনা ও গঞ্জালো মন্তিয়েলকে পাবে না আর্জেন্তিনা। জোড়া হলুদ কার্ড দেখে শেষ চারের ম্যাচের বাইরে দুই ফুটবলার। আলেহান্দ্রো পাপু গোমেজের গোড়ালির চোট এখনও সারেনি।


কিন্তু এই তিনজন বাদ দিয়ে ক্রোয়েশিয়ার বিরুদ্ধে প্রথম একাদশে কাদের খেলাবেন, সম্পূর্ণ ধোঁয়াশা রেখে দিয়েছেন আর্জেন্তিনার কোচ লিওনেল স্কালোনি। তাঁর কথায়, দলের বাকি সকলেই সুযোগ পেতে পারেন ক্রোটদের বিরুদ্ধে।                               


সোমবার প্র্যাক্টিসে যে প্রথম দল খেলিয়েছেন স্কালোনি, সেই দলকে সাজিয়েছিলেন ৪-৪-২ ছকে। কারা রয়েছেন সেই দলে? এমিলিয়ানো মার্তিনেজ গোলকিপার। চার ডিফেন্ডার নাহুয়েল মোলিনা, ক্রিশ্চিয়ান রোমেরো, নিকোলাস ওতামেন্দি ও নিকোলাস ত্যাগলিয়াফিকো। চার মিডফিল্ডার রদ্রিগো দি পল, এনজো ফার্নান্দেজ, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার ও অ্যাঙ্খেল দি মারিয়া। আক্রমণে লিওনেল মেসি ও হুলিয়াল আলভারেজ।