ব্রাসিলিয়া: কোপা আমেরিকায় শনিবারের ভোরে মহারণ। লিওনেল মেসির আর্জেন্তিনার সামনে লুইস সুয়ারেসের উরুগুয়ে। এই ম্যাচ জিতলে অনেকটাই স্বস্তিদায়ক জায়গায় থাকবেন মেসিরা। প্রথম ম্যাচে চিলের সঙ্গে ১ গোলে এগিয়ে গিয়েও শেষ পর্যন্ত ড্র করেছিল আর্জেন্তিনা। উরুগুয়ের বিরুদ্ধে কি জয়ের রাস্তায় ফিরবেন লা আলবিসেলেস্তেরা?


শনিবার ভারতীয় সময় ভোর সাড়ে পাঁচটায় উরুগুয়ের বিরুদ্ধে কোপা আমেরিকার দ্বিতীয় ম্যাচে নামছে মেসির আর্জেন্তিনা। মেসিদের প্রতিপক্ষ সুয়ারেসের দল। উরুগুয়ে বরাবরই আর্জেন্তিনার কাছে কঠিন গাঁট। প্রায় পাঁচ বছর আগে শেষ বার উরুগুয়েকে হারিয়েছিল আর্জেন্তিনা। শেষ বার দুই দল মুখোমুখি হয়েছিল ২০১৯ সালের নভেম্বর মাসে। সেটি ছিল একটি প্রীতি ম্যাচ। সেই প্রীতি ম্যাচ ২-২ ব্যবধানে ড্র হয়েছিল। এবারের প্রতিযোগিতায় প্রথম ম্যাচেই চিলির কাছে আটকে গিয়েছে আর্জেন্তিনা। ফলে উরুগুয়ের বিরুদ্ধে ম্যাচ তাদের কাছে গুরুত্বপূর্ণ হতে চলেছে। অন্যদিকে প্রতিযোগিতায় এটাই প্রথম ম্যাচ হতে চলেছে উরুগুয়ের। জয় দিয়ে অভিযান শুরু করতে মরিয়া থাকবেন সুয়ারেসরা।


কোপা আমেরিকায় নিজেদের প্রথম ম্যচে চিলির বিপক্ষে দারুণ আক্রমণাত্মক শুরু করেছিল আর্জেন্তিনা। মেসির চমৎকার ফ্রি কিকে এগিয়েও গিয়েছিল তারা। কিন্তু দ্বিতীয়ার্ধে শুরুর দিকে কিছুক্ষণের জন্য ছন্দ হারিয়ে গোল খেয়ে বসে। ১-১ গোলে ড্র হয় ম্যাচটি।


কোপা আমেরিকা শুরুর আগে বিশ্বকাপের বাছাই পর্বেও খুব একটা সুখকর অভিজ্ঞতা হয়নি আর্জেন্তিনার। সেই ম্যাচেও চিলির বিপক্ষে মেসির গোলে এগিয়ে যাওয়ার পরই গোল খেয়ে পয়েন্ট হারায় তারা। ওই ম্যাচেও অসংখ্য সুযোগ নষ্ট করেন মেসি ও তাঁর সতীর্থরা। আর বিশ্বকাপের বাছাই পর্বের অন্য ম্যাচে কলম্বিয়ার বিপক্ষে দুই গোলে এগিয়ে যাওয়ার পরও দুটি হজম করে জয় হাতছাড়া করে দুবারের বিশ্বচ্যাম্পিয়নরা।


কোপায় অবশ্য অনবদ্য রেকর্ড দুই দলেরই। উরুগুয়ে ১৫ বারের কোপা চ্যাম্পিয়ন। আর্জেন্তিনা ১৪ বার চ্যাম্পিয়ন হয়েছে। এবার কী হবে, দেখার অপেক্ষায় সকলে।


কখন-কোথায় দেখবেন ম্যাচ: আর্জেন্তিনা বনাম উরুগুয়ে ম্যাচ দেখা যাবে সোনি সিক্স, সোনি টেন ওয়ান, সোনি টেন থ্রি, সোনি টেন ফোর চ্যানেল ও সোনি লিভ অ্যাপে। ভারতীয় ভোর ৫.৩০-এ খেলা শুরু।