কলকাতা : রাজ্যে দৈনিক করোনা সংক্রমণ নামল ৩ হাজারের নিচে। শুক্রবার প্রকাশিত রাজ্যের স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুযায়ী,  গত ২৪ ঘণ্টায় আক্রান্ত ২ হাজার ৭৮৮ জন, এই সময়পর্বে মৃত্যু হয়েছে ৫৮ জনের। যদিও সংক্রমণ কমলেও বেড়েছে সক্রিয় করোনা রোগীর সংখ্যা। এদিকে, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২ হাজার ১১২ জন। আর দৈনিক সংক্রমণ-মৃত্যুতে এখনও রাজ্যের মধ্যে শীর্ষে উত্তর ২৪ পরগনা। গত একদিনে উত্তর ২৪ পরগণায় নতুন করে করোনা সংক্রমিত হয়েছেন ৩৮৮ জন। মৃত্যু হয়েছে ১৫ জনের।


রাজ্যের স্বাস্থ্য দফতরের বুলেটিন বলছে, গত একদিনে রাজ্যে করোনামুক্ত হয়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ২ হাজার ১১২ জন। সুস্থতার সংখ্যার থেকে সংক্রমিতের সংখ্যা বেশি থাকার জেরে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৬১৮ জন যুক্ত হয়ে অ্যাকটিভ করোনা রোগীর সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ২২ হাজার ৬৯১ জনে। বুলেটিনে জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় করোনা পরীক্ষা হয়েছে ৫৫ হাজার ৩৬৭টি। যার মধ্যে ২ হাজার ৭৮৮টি স্যাম্পেলই পজিটিভ হওয়ায় এই মুহূর্তে রাজ্যের পজিটিভিটি রেট ৫.০৪ শতাংশ। আর রাজ্যে এই মুহূর্তে সুস্থতার হার ৯৭.৩ শতাংশ। এদিকে, গত ২৪ ঘণ্টায় কলকাতায় নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ২৮৭ জন। মৃত্যু হয়েছে ১১ জনের। উত্তর ২৪ পরগণা, কলকাতার পাশাপাশি হাওড়া, হুগলি, দক্ষিণ ২৪ পরগণা, পূর্ব মেদিনীপুর, নদিয়ার মতো জেলাতেও সংক্রমণের গ্রাফ নিম্নমুখী।


বৃহস্পতিবার রাজ্যের স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুযায়ী, রাজ্যে গত ২৪ ঘণ্টায় নতুন করে সংক্রমিত হয়েছিলেন ৩ হাজার ১৮ জন। মৃত্যু হয়েছিল ৬৪ জনের উত্তর ২৪ পরগনায় একদিনে আক্রান্ত হয়েছিলেন ৪৩১ জন। মৃত্যু হয়েছিল ১৭ জনের। কলকাতায় আক্রান্ত হয়েছিলেন ৩৬৬ জন। মৃতের সংখ্যা ছিল ১১। রাজ্যে সংক্রমণের তুলনায় সুস্থতার হার ৯৭ শতাংশ। আর বুধবার একদিনে করোনা আক্রান্ত হয়েছিলেন ৩ হাজার ১৮৭ জন। মৃ্ত্যু হয়েছিল ৬৯ জনের।