রোজারিও: কাতার থেকে বিশ্বকাপ জিতে দেশে ফেরা ইস্তক তাঁর বিশ্রাম নেওয়ারও যেন ফুরসত নেই। লিওনেল মেসি (Lionel Messi) যেখানেই যাচ্ছেন, পিছনে পিছনে ভক্তদের ভিড়। আপাতত আর্জেন্তিনার রোজারিওতে নিজের বাড়িতে রয়েছেন মেসি। কিন্তু সেখানেও সব সময় জমায়েত। সবাই প্রিয় নায়ককে এক ঝলক দেখতে চান। ছবি তুলতে চান। কথা বলতে চান।


তবে সব আব্দার মেটাতে পারছেন না মেসি। এবার তিনি রোজারিওর স্থানীয়দের কাছে ক্ষমা চাইলেন। একটি সাক্ষাৎকারে তিনি বললেন 'আমাদের ক্ষমা করুন।' আর্জেন্তিনার বিশ্বকাপ জয়ের পর ১০ দিন কেটে গিয়েছে। তবুও উৎসাহ, উদ্দীপনা, উন্মাদনা কমার লক্ষণ নেই ভক্তদের। প্রত্যেক দিন রোজারিওতে তাঁর বাড়ির সামনে ভিড় জমাচ্ছেন হাজার হাজার ভক্ত। 


এক সাক্ষাৎকারে মেসি বলেছেন 'রোজারিওর সমস্ত মানুষকে আমাদের তরফ থেকে আমি শুভেচ্ছাবার্তা পাঠাচ্ছি। আমাদের প্রতি আপনারা যে ভালবাসা দেখিয়েছেন, এখনও দেখাচ্ছেন তার জন্য কৃতজ্ঞ। বিশেষ করে বিশ্বকাপ থেকে আমি ফেরার পর যেভাবে আপনারা ভালবাসা দেখিয়েছেন, আমি ভুলব না। তবে আমরা ক্ষমাপ্রার্থী। কারণ কিছু কিছু সময় সকলের সঙ্গে দেখা করাটা অসম্ভব। কয়েকদিনের জন্য আমি পরিবার, বন্ধুবান্ধব, আত্মীয় স্বজনদের সঙ্গে সময় কাটাচ্ছি। আশা করছি সকলে সেটা বুঝবেন।'


স্কালোনির সই কবে?


তাঁর প্রশিক্ষণে ঘুচেছে ৩৬ বছরের অপেক্ষা। বিশ্বচ্যাম্পিয়ন হয়েছে আর্জেন্তিনা। তার আগে কোপা আমেরিকা ট্রফিও এসেছে তাঁর কোচিংয়েই। লিওনেল মেসিদের (Lionel Messi) কোচ হিসাবে লিওনেল স্কালোনির (Lionel Scaloni) ভবিষ্যৎ কী?


আর্জেন্তিনার বিশ্বকাপজয়ী কোচের চুক্তির মেয়াদ শেষ হচ্ছে ৩১ ডিসেম্বর। নতুন বছরে তিনিই কি আর্জেন্তিনার কোচ থাকবেন? নাকি দেখা যাবে অন্য কাউকে? আচমকাই এ নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা।


আর্জেন্তিনা ফুটবল সংস্থার প্রেসিডেন্ট ক্লদিও তাপিয়া অবশ্য আশাবাদী যে, স্কালোনিই কোচ হিসাবে নতুন চুক্তি করবেন। তাপিয়া জানিয়েছেন, স্কালোনির কোচ হিসাবে থেকে যাওয়া কার্যত নিশ্চিত। যদিও স্কালোনি নিজে এখনও কিছু বলেননি। সবচেয়ে বেশি ধন্দ তৈরি হয়েছে কারণ, তিনি চুক্তিতে সই করেননি এখনও। কবে করবেন, তা নিয়েও নিশ্চয়তা নেই।


এরই মধ্যে আর্জেন্তিনার বিশ্বকাপজয়ী দলের ফুটবলার গিদো রদ্রিগেজ জানিয়েছেন, কোচ হিসাবে স্কালোনির থেকে যাওয়া উচিত। তাঁর কথায়, 'আশা করছি আলোচনার মাধ্যমে সব ঠিক হয়ে যাবে। কোচ হিসাবে স্কালোনিই কাজ চালিয়ে যাবেন।'


আরও পড়ুন: বিশ্বের প্রথম পাঁচের মধ্যে নিজেকে দেখলে ভাল লাগে, বলছেন নতুন নাইট লিটন