মুম্বই: আজ জন্মদিন বলিউডের সুপারস্টার রাজেশ খন্নার (Happy Birthday Rajesh Khanna)। আবার আজই জন্মদিন তাঁর অভিনেত্রী কন্যা টুইঙ্কল খন্নারও (Happy Birthday Twinkle Khanna)। বাবা-মেয়ের জন্মদিন একইদিনে। নেট দুনিয়ায় অদেখা ছবি পোস্ট করলেন 'মেলা' নায়িকা।
জন্মদিনে অদেখা ছবি পোস্ট টুইঙ্কল খন্নার-
এদিন নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে বাবা রাজেশ খন্নার (Rajesh Khanna) সঙ্গে অদেখা একটি ছবি পোস্ট করেছেন টুইঙ্কল খন্না (Twinkle Khanna)। একেবারে ছোটবেলার ছবি সেটি। রাজেশ খন্না এবং টুইঙ্কল খন্না, দুজনকেই হাসি মুখে দেখা যাচ্ছে। কোনও কিছুর দিকে তাকিয়ে তাঁরা হাসছেন। টুইঙ্কল খন্নার পোস্ট করা ছবিতে ভালোবাসা ও জন্মদিনের শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছেন সাধারণ নেট নাগরিক থেকে তারকারা। ববি দেওল, মালাইকা অরোরা থেকে তাহিরা কাশ্যপরা দুই তারকাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন। সঙ্গে এমনও লিখেছেন যে, এই ছবি দুষ্প্রাপ্য এবং মূল্যবানও।
আরও পড়ুন - Happy Birthday Rajesh Khanna: দুষ্প্রাপ্য ছবি থেকে অজানা তথ্য, একনজরে রাজেশ খন্নার জন্মদিন