মুম্বই: পারফরম্যান্সই নয় শুধু, ভারতীয় ক্রিকেট দলে (Indian Cricket Team) ঢোকার মাপকাঠি ফিটনেস। বিরাট কোহলি (Virat Kohli) অধিনায়ক থাকাকালীন জাতীয় দলে ফিটনেসকে প্রাধান্য দিয়েছিলেন। পরবর্তীতে যে যে তরুণ ক্রিকেটাররা জাতীয় দলে পা রেখেছেন, সবাই ফিটনেসকে প্রাধান্য দিয়েছেন। কে এল রাহুল, হার্দিক পাণ্ড্য থেকে শুরু করে বর্তমানে শুভমন গিল, ঈশান কিষাণরাও। নিজেদের ফিটনেস ও শরীরচর্চার ছবি পোস্ট করেছেন তাঁরা ইনস্টাগ্রামে। সেই ট্রেন্ডে এবার পা মেলালেন অর্জুন তেন্ডুলকরও। সচিন পুত্র সম্প্রতি একটি ছবি ইনস্টাগ্রামে স্টোরিতে পোস্ট করেছেন যা দেখে সবার চোখ ছানাবড়া।


অর্জুন তাঁর সিক্স প্যাক অ্যাবসের ছবি ইনস্টাগ্রামে পোস্ট করেছেন। সেখানে দেখা যাচ্ছে আয়নার সামনে দাঁড়িয়ে ছবি তুলছেন তিনি। জিমে যে তিনি কতটা পরিশ্রম করছেন ও নিজেকে প্রতিনিয়ত ফিট রাখার চেষ্টা করছেন, তা এই ছবি দেখলেই বোঝা যায়। 




আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্সের জার্সিতে গত মরসুমেই অভিষেক হয়েছে সচিনের। প্রত্যেকটি ম্যাচ খেলার সুযোগ না পেলেও নিজের ছাপ রেখেছেন ২৩ বছরের তরুণ। এই মুহূর্তে দেওধর ট্রফি খেলতে ব্যস্ত অর্জুন। সাউথ জোনের হয়ে খেলছেন তিনি।


বিরাটকে দরাজ সার্টিফিকেট এবিডির


এবিডির সঙ্গে কোহলির বন্ধুত্ব নিয়ে আলাদা করে কিছু বলার নেই। এবার প্রাক্তন ভারত অধিনায়ককে নিয়ে বড় বয়ান দিলেন বিশ্ব ক্রিকেটের মিস্টার ৩৬০ ডিগ্রি।এক সাক্ষাৎকারে কোহলিকে কিংবদন্তি রজার ফেডেরার, রাফায়েল নাদাল, টাইগার উডস ও নোভাক জকোভিচের সঙ্গে তুলনা করেছেন ডিভিলিয়ার্স। প্রাক্তন প্রোটিয়া তারকা বলেন, ''আমি কয়েকজন কিংবদন্তির নাম নিচ্ছি। টাইগার উডস, রজার ফেডেরার, রাফায়েল নাদাল ও নোভাক জকোভিচ তাঁরা, যাঁদের মধ্যে এক অদ্ভুত মিল রয়েছে, তাঁরা প্রত্যেক পদক জেতার জন্য ক্ষুধার্ত। প্রত্যেকের মধ্যে জয়ের অদম্য ইচ্ছে রয়েছে। লড়াইয়ের মানসিকতা রয়েছে শেষ মুহূর্ত পর্যন্ত। কখনও হার না মানা মনোভাব। আমি রোনাল্ডো ও মেসির মধ্যেও এই বিষয়টা দেখেছি। বিরাট কোহলির মধ্যেও তা দেখতে পাই আমি। ওঁদের সমকক্ষ বলতেই পারি।''


এবিডি আরও বলেন, ''বিরাটের একটা অসাধারণ হৃদয় রয়েছে। আমি নিজেকে ভাগ্যবান মনে করি যে ওঁর মত একজন আবেগপ্রবণ প্লেয়ারের সঙ্গে আমি খেলতে পেরেছি। মাঠে সবসময় একজন ফাইটার ও। সবসময় নিজে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে বিরাট, যখনই কারও প্রয়োজন পরেছে, বিরাট এগিয়ে এসেছে।''