ভদোদরা: সচিন তেন্ডুলকরের পুত্র অর্জুন এবার পশ্চিমাঞ্চলের অনূর্ধ্ব-১৬ দলে সুযোগ পেয়ে গেলেন। হুবলিতে মঙ্গলবার থেকে শুরু হয়েছে ইন্টার-জোনাল টুর্নামেন্ট। সেখানেই খেলবেন অর্জুন।

 

সর্বভারতীয় জুনিয়র নির্বাচক কমিটি এই টুর্নামেন্টের দল বেছে নিয়েছ। মঙ্গলবার সেই দল ঘোষণা করেছেন বরোদা ক্রিকেট অ্যাসোসিয়েশনের সচিব স্নেহাল পারিখ। পশ্চিমাঞ্চলের নেতা নির্বাচিত হয়েছেন ওম ভোসালে।