নয়াদিল্লি: দেওধর ট্রফির জন্য দক্ষিণাঞ্চল দলে জায়গা পেলেন কিংবদন্তি-পুত্র।


২৪ জুলাই থেকে পুদুচেরিতে শুরু হতে চলেছে দেওধর ট্রফি (Deodhar Trophy)। ৫০ ওভারের ফর্ম্যাটে খেলা হবে আঞ্চলিক দলগুলির ভেতর। সেই টুর্নামেন্টেই দক্ষিণাঞ্চল দলে সুযোগ পেলেন সচিন তেন্ডুলকর-পুত্র অর্জুন (Arjun Tendulkar)।


দক্ষিণাঞ্চল দলের অধিনায়ক করা হয়েছে ময়ঙ্ক অগ্রবালকে। দক্ষিণাঞ্চলের প্রত্যেক রাজ্য দলের সেরা পারফর্মারদের সুযোগ দেওয়া হয়েছে। তবে বি সাই সুদর্শনকে স্ট্যান্ড বাই হিসাবে রাখা হয়েছে। কারণ তিনি ১৩-২৩ জুলাই কলম্বোয় ইমার্জিং এশিয়া কাপে খেলবেন।


বাঁহাতি পেসার অর্জুনের ব্যাটের হাতও ভাল। লোয়ার মিডল অর্ডারে ব্যাট হাতে বড় শট খেলতে পারেন। গত আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে তাঁর আইপিএল অভিষেক হয়েছিল। বল হাতে নজরও কেড়েছিলেন। অগাস্ট মাসে ভারতীয় ক্রিকেট বোর্ডের উঠতি অলরাউন্ডারদের নিয়ে আয়োজিত শিবিরেও ডাক পেয়েছেন তিনি। 


অর্জুনের সঙ্গেই দক্ষিণাঞ্চলের বোলিং আক্রমণে রয়েছেন কর্নাটকের বিদওয়াথ কাভেরাপ্পা, বিশাখ বিজয়কুমার ও ভি কৌশিক।


ঘরোয়া ক্রিকেটে এখন গোয়ার হয়ে খেলেন অর্জুন। রঞ্জি অভিষেকে সেঞ্চুরি করেছিলেন অর্জুন। তবে তারপর থেকে আর রান পাননি। প্রথম শ্রেণির ক্রিকেটে ৭ ম্যাচে ২২৩ রান করেছেন। বল হাতে ৭ ম্যাচে নিয়েছেন ১২ উইকেট।


 






দক্ষিণাঞ্চল দল: ময়ঙ্ক অগ্রবাল (অধিনায়ক), রোহন কুন্নুম্মাল (সহ অধিনায়ক), এন জগদিশান (উইকেটকিপার), রোহিত রায়ডু, কেবি অরুণ কার্তিক, দেবদত্ত পড়িক্কল, রিকি ভুই (উইকেটকিপার), ওয়াশিংটন সুন্দর, ভি কাভেরাপ্পা, বি বিশাখ, কৌশিক ভি, মোহিত রেডকর, সিজোমোন জোসেফ, অর্জুন তেন্ডুলকর ও সাই কিশোর। 


নীতিশ রানাকে দেওধর ট্রফির জন্য উত্তরাঞ্চলের অধিনায়ক হিসেবে বেছে নেওয়া হয়েছে। ২৪ জুলাই থেকে পুদুচেরিতে শুরু হতে চলেছে দেওধর ট্রফি। এর আগে ২০২৩ আইপিএলে শ্রেয়স আইয়ার চোটের কারণে ছিটকে গেলে, পুরো টুর্নামেন্টে দলকে নেতৃত্বে দিয়েছিলেন নীতিশ।


২৯ বছরের তারকা ২০২১ সালে শ্রীলঙ্কা সফরের সময় একটি ওয়ান ডে এবং দু'টি টি-টোয়েন্টিতে ভারতের প্রতিনিধিত্ব করার সুযোগ পেয়েছিলেন। সেই সঙ্গে তিনি আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের হয়েও খুব খারাপ পারফরম্যান্স করেননি। ২০২৩ আইপিএলে ১৪ ম্যাচে ৪১৩ রান সংগ্রহ করেছিলেন। তিনটি হাফসেঞ্চুরি ছিল। এবং ১৪০.৯৫ স্ট্রাইক রেট ছিল নীতিশের। উল্লেখযোগ্য ভাবে, নীতিশ রানা নাইট রাইডার্সের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন।


আরও পড়ুন: ABP Exclusive: আলমবাজার থেকে কিংবদন্তি ম্যাকগ্রার ক্লাসে, শামি-মুকেশের পর ফের এক কোহিনূরের সন্ধান?


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন       


https://t.me/abpanandaofficial