নয়াদিল্লি: বাবা ছিলেন কিংবদন্তী ব্যাটসম্যান। প্রায় দুদশক ক্রিকেট বিশ্বকে শাসন করেছে তাঁর ব্যাট। সেই সচিন তেন্ডুলকরের ছেলে অর্জুন তেন্ডুলকর আন্তর্জাতিক কেরিয়ার শুরু করলেন ওপেনিং বোলার হিসেবে।স্পেলের দ্বিতীয় ওভারেই বিপক্ষ শিবিরে আঘাত হানলেন তিনি।
ভারতের অনূর্দ্ধ ১৯ দলের হয়ে কলম্বোতে শ্রীলঙ্কার অনূর্দ্ধ ১৯ দলের বিরুদ্ধে প্রথম যুব টেস্ট ম্যাচের মাধ্যমে আন্তর্জাতিক ক্রিকেটে পা রাখলেন অর্জুন। শ্রীলঙ্কা দল টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়।
অর্জুন প্রথম ওভারে ছয় রান দেন। দ্বিতীয় ওভারেই তাঁর দুর্দান্ত একটা ডিপার শ্রীলঙ্কার কামিল মিশরার বুঝতেও পারেননি। অর্জুনের শিকার হন তিনি।



বাঁহাতি মিডিয়াম পেসার অবশ্য আর কোনও উইকেট পাননি। কিন্তু নতুন বলে তাঁর নিয়ন্ত্রিত ও সুইং বোলিং নজর কেড়েছে। ১১ ওভারে ৩৩ রান দিয়ে একটি উইকেট পেয়েছেন তিনি।
ভারতীয় বোলারদের দাপটে শ্রীলঙ্কা ২৪৪ রানে অল আউট হয়ে যায়। বাঁহাতি স্পিনার হর্ষ ত্যাগি ও আয়ূষ বাদোনি চারটি করে উইকেট পেয়েছেন।
.