লন্ডন: দর্শকশূন্য মাঠে খেলা করোনা আবহে যেন দস্তুর হয়ে গিয়েছে। ভারত-ইংল্যান্ডের টেস্ট সিরিজের শেষ তিনটি ম্যাচে মাঠে দর্শক প্রবেশের অনুমতি দেওয়া হয়েছিল। তবে করোনা সংক্রমণের বাড়বাড়ন্তের পরে দর্শকদের মাঠে প্রবেশে ফের নিষেধাজ্ঞা জারি হয়। তবে ইংল্যান্ডে করোনা পরিস্থিতি আগের চেয়ে ভাল। আর সে কারণেই সম্ভবত দর্শক ফিরছে ক্রিকেট মাঠে। জানা গিয়েছে, সাউদাম্পটনে ভারত বনাম নিউজ়িল্যান্ডের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে চার হাজার দর্শক মাঠে উপস্থিত থাকতে পারেন।


চার হাজার দর্শকের উপস্থিতিতে হবে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল। এ কথা জানিয়েছেন হ্যাম্পশায়ার কাউন্টি ক্লাবের প্রধান রড ব্র্যান্সগ্রোভ।করোনার সংক্রমণ এখন অনেকটাই কমেছে ইংল্যান্ডে। ব্র্যান্সগ্রোভ বলেছেন, “৪ হাজার দর্শক মাঠে ঢোকার অনুমতি দেওয়া হবে। তবে আইসিসি ৫০ শতাংশ টিকিট নেবে তাদের অতিথিদের জন্য। বাকি ২ হাজার জায়গার জন্য ইতিমধ্যেই দ্বিগুণ আবেদনপত্র জমা পড়েছে। সকলের উৎসাহ রয়েছে এই ম্যাচ ঘিরে।” ২০১৯ সালের পর ফের ইংল্যান্ডে অনুষ্ঠিত কোনও আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচে দর্শক প্রবেশের অনুমতি দেওয়া হল।


সাউদাম্পটনেই চলতি কাউন্টি চ্যাম্পিয়নশিপের ম্যাচে দর্শক প্রবেশের অনুমতি দেওয়া হয়েছে। এই ম্যাচে মুখোমুখি হয়েছে হ্যাম্পশায়ার ও লেস্টারশায়ার। এই সাউদাম্পটনেই ১৮ জুন থেকে শুরু হবে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল। হ্যাম্পশায়ার কাউন্টি ক্লাবের প্রধান রড ব্র্যান্সগ্রোভ বলেছেন, "২০১৯ সালের পর এই প্রথমবার চারদিনের কাউন্টি ম্যাচে দর্শক প্রবেশের অনুমতি দেওয়া হয়েছে। পরের কাউন্টি ম্যাচগুলোতেও দর্শকরা মাঠে উপস্থিত থাকবেন।"


ইংল্যান্ড এবং ওয়েলশ ক্রিকেট বোর্ড এবং আইসিসি দু' সংস্থাই মিলিতভাবে সিদ্ধান্ত নিয়েছে যে, বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে চার হাজার দর্শক প্রবেশের অনুমতি দেওয়া হবে। ব্র্যান্সগ্রোভ বলেছেন, "মাঠের মোট দর্শকাসনের পঞ্চাশ শতাংশ টিকিট আইসিসি নেবে। তাদের স্পনসর এবং অন্য স্টেকহোল্ডারদের জন্য। বাকি দু'হাজার টিকিট বিক্রি করা হবে। আমরা ইতিমধ্যে দর্শকদের থেকে প্রায় দ্বিগুণ আবেদনপত্র পেয়েছি। আসলে এই ম্যাচকে ঘিরে প্রবল উন্মাদনা রয়েছে। তাই টিকিটের চাহিদাও বেশি।" ভারতীয় দল এই মুহূর্তে মুম্বইয়ে নিভৃতবাসে রয়েছে। ২ জুন তাদের ইংল্যান্ড উড়ে যাওয়ার কথা।