তবে ক্যামেরার কারণে আলোচনায় চলে আসা এই ফুটবল ম্যাচের ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।জেমস ফেলটন নামে এক ব্যক্তি টুইটারে ভিডিও পোস্ট করেছেন। গোটা ম্যাচ থেকে কিছু কিছু অংশ কেটে নিয়ে ভিডিওটি বানানো হয়েছে। তাতে দেখা যাচ্ছে, ফাঁকা স্টেডিয়ামে দিনের বেলা ম্যাচ চলছে। গোটা মাঠের সঙ্গে রোদ পড়েছে সহযোগী রেফারির চকচকে টাকেও। আর এতেই আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স যুক্ত ক্যামেরা গুলিয়ে ফেলেছে কোনটি বল আর কোনটি টাক। মজার ভিডিওটি ভাইরাল। ভিউ পেরিয়ে গিয়েছে দশ লক্ষ।
ক্যামেরার কৃত্রিম বুদ্ধি, ফুটবল ভেবে পুরো ম্যাচে রেফারির টাকে ফোকাস! মজাদার ভিডিও ভাইরাল
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
02 Nov 2020 08:30 PM (IST)
রীতিমতো আশ্চর্য ব্যাপার। চ্যানেলে ফুটবল ম্যাচের সম্প্রচারে ক্যামেরার যেখানে বলকে অনুসরণ করার কথা, সেখানে বার বার সহযোগী রেফারিকেই ফোকাস করে গেল ক্যামেরা। কেন এমন হল? জানা যাচ্ছে, ক্যামেরায় কৃত্তিম বুদ্ধিমত্তার সাহায্যে বলকে ফোকাস করার জন্য প্রোগ্রামিং করা ছিল।
NEXT
PREV
কলকাতা: রীতিমতো আশ্চর্য ব্যাপার। চ্যানেলে ফুটবল ম্যাচের সম্প্রচারে ক্যামেরার যেখানে বলকে অনুসরণ করার কথা, সেখানে বার বার সহযোগী রেফারিকেই ফোকাস করে গেল ক্যামেরা। কেন এমন হল? জানা যাচ্ছে, ক্যামেরায় কৃত্তিম বুদ্ধিমত্তার সাহায্যে বলকে ফোকাস করার জন্য প্রোগ্রামিং করা ছিল। কিন্তু সহযোগী রেফারির টাক আর বলকে গুলিয়ে ফেলে ক্যামেরা। তাই টাকে এসে পড়তে থাকে ফোকাস। সম্প্রতি স্কটল্যান্ডের এক স্টেডিয়ামে দুই ক্লাবের মধ্যে ফুটবল ম্যাচের আয়োজন হয়। ম্যাচ চলছিল স্থানীয় দুই ক্লাব ইনভারনেস ক্যালেডোনিয়ান থিস্টেল এবং আয়র ইউনাইটেডের মধ্যে। সেই খেলারই সম্প্রচারে এই সমস্যা! দর্শকরা অনেকেই বিরক্ত। কারণ, বল আর টাকের বিভ্রান্তিতে ম্যাচে কী চলছে তা ঠিক করে বোঝাই যায়নি অনেক সময়। স্টেডিয়াম দর্শক শূন্য রেখে টিভিতে সরাসরি সম্প্রসারণের ব্যবস্থা ছিল। কিন্তু বল আর টাকে তালগোল পাকিয়ে যাওয়ায় দর্শকরা প্রায় গোটা ম্যাচের আনন্দ থেকেই বঞ্চিত হন।
তবে ক্যামেরার কারণে আলোচনায় চলে আসা এই ফুটবল ম্যাচের ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।জেমস ফেলটন নামে এক ব্যক্তি টুইটারে ভিডিও পোস্ট করেছেন। গোটা ম্যাচ থেকে কিছু কিছু অংশ কেটে নিয়ে ভিডিওটি বানানো হয়েছে। তাতে দেখা যাচ্ছে, ফাঁকা স্টেডিয়ামে দিনের বেলা ম্যাচ চলছে। গোটা মাঠের সঙ্গে রোদ পড়েছে সহযোগী রেফারির চকচকে টাকেও। আর এতেই আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স যুক্ত ক্যামেরা গুলিয়ে ফেলেছে কোনটি বল আর কোনটি টাক। মজার ভিডিওটি ভাইরাল। ভিউ পেরিয়ে গিয়েছে দশ লক্ষ।
তবে ক্যামেরার কারণে আলোচনায় চলে আসা এই ফুটবল ম্যাচের ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।জেমস ফেলটন নামে এক ব্যক্তি টুইটারে ভিডিও পোস্ট করেছেন। গোটা ম্যাচ থেকে কিছু কিছু অংশ কেটে নিয়ে ভিডিওটি বানানো হয়েছে। তাতে দেখা যাচ্ছে, ফাঁকা স্টেডিয়ামে দিনের বেলা ম্যাচ চলছে। গোটা মাঠের সঙ্গে রোদ পড়েছে সহযোগী রেফারির চকচকে টাকেও। আর এতেই আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স যুক্ত ক্যামেরা গুলিয়ে ফেলেছে কোনটি বল আর কোনটি টাক। মজার ভিডিওটি ভাইরাল। ভিউ পেরিয়ে গিয়েছে দশ লক্ষ।
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -