অ্যাডিলেড: পিঙ্ক বল টেস্টে অস্ট্রেলিয়ার (australia) হয়ে অধিনায়কত্ব করছেন স্টিভ স্মিথ। প্যাট কামিন্স করোনা আতঙ্কে সরে দাঁড়ানোয় ম্যাচে নেতৃত্বভার বর্তেছে স্মিথের (steave smith) কাঁধে। প্রায় আড়াই বছর পর ফের টেস্টে জাতীয় দলকে নেতৃত্ব দিচ্ছেন স্মিথ। প্রথম ইনিংসে সামনে থেকে নেতৃত্ব দিয়ে ৯৩ রানের ঝকঝকে ইনিংসও খেলেছেন অজি তারকা। কিন্তু তাঁর একটি ভিডিও সম্প্রতি ভাইরাল হয়েছে। সেখানে দেখা যাচ্ছে যে হোটেলের রুমেই নকিং করছেন স্মিথ (smith)। শ্যাডো প্র্যাকটিস করছেন। স্মিথের স্ত্রী ড্যানি উইলস তাঁর ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করেছেন স্মিথের। সেখানেই দেখা যাচ্ছে যে নিজের ব্যাট নিয়ে মগ্ন হয়ে নকিং করছেন। 


 






এর আগেও এমন ছবি ধরা পড়েছে। চলতি বছরের জানুয়ারিতে একবার আরও একটি ভিডিও পোস্ট করেছিলেন উইলস। সেই ভিডিওতেও দেখা যাচ্ছিল যে ঘরে টিভি চলছে, খুব সম্ভবত অ্যাশেজের হাইলাইটস চলছিল। সেই সময় ব্যাট নিয়ে নকিং করছেন ডানহাতি অজি তারকা। ড্যানি সেই পোস্টের ক্যাপশনে লিখেছিলেন যে, ''বড়দিনের সন্ধেতে একদম বাচ্চার মতো''।


অ্যাডিলেড টেস্টে প্রথম ইনিংসে ৯ উইকেট হারিয়ে বোর্ডে ৪৭৩ রান তুলে ইনিংস ডিক্লেয়ার দিয়ে দেয় অস্ট্রেলিয়া। এরপর প্রথম ইনিংসে মাত্র ২৩৬ রানে শেষ হয় যায় ইংল্যান্ডের ইনিংস। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ডিনার ব্রেক ৪ উইকেট হারিয়ে বোর্ডে ১৪৪ রান তুলে নিয়েছে।


এদিকে, অ্যাডিলেড টেস্টের প্রথম ইনিংসে ৫ রানে অপরাজিত থাকা অ্যান্ডরসন এমন এক বিরল ‘সেঞ্চুরি’ করেছেন, যা টেস্টের ইতিহাসে সবচেয়ে বেশি ৫১টি শতরান করা তেন্ডুলকরও করতে পারেননি। এমনকী, প্রায় একশোর কাছাকাছি অবিশ্বাস্য ব্যাটিং গড় থাকা স্যার ডন ব্র্যাডম্যানেরও যে নজির ছিল না।