হোবার্ট: ইংল্যান্ডকে হারিয়ে ৪-০ ব্যবধানে এবারের অ্যাশেজে জয় ছিনিয়ে নিয়েছে অস্ট্রেলিয়া। আর সেলিব্রেশন মঞ্চে মন জিতে নিলেন প্যাট কামিন্স। হোবার্টে শেষ টেস্টে ইংল্যান্ডকে বিশাল ব্যবধানে হারিয়ে দিয়েছে অস্ট্রেলিয়া। ১৪৬ রানে জয় ছিনিয়ে নিয়েছে অস্ট্রেলিয়া। হোবার্টে ম্যাচ জয়ের পর সেলিব্রেশনে মেতে উঠেছিলেন অস্ট্রেলিয়ার ক্রিকেটাররা। গোটা দল যখন সেলিব্রেশনে মেতে তখন কিছুটা দূরে দাঁড়িয়ে ছিলেন উসমান খোয়াজা। দলের সঙ্গে সেলিব্রেশেনে গা না ভাসানোর একটাই সঙ্গত কারণ ছিল খোয়াজার। কামিন্স অ্যান্ড কোংয়ের হাতে ছিল শ্যাম্পেনের বোতল। ইসলাম ধর্মে মদ্যপান নিষিদ্ধ। যেহেতু খোয়াজা একজন ধর্মপ্রাণ মুসলিম, সেহেতু তিনি কামিন্সদের থেকে নিজের দূরত্ব বজায় রাখেন। 


কিন্তু দলের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য এভাবে আনন্দ থেকে দূরে থাকবে? এটা কোনোভাবেই হতে পারে না। তাই শ্যাম্পেনের বোতল পেছনে সরিয়ে রাখেন অজি অধিনায়ক প্যাট কামিন্স। আর সঙ্গে সঙ্গে ডেকে নেন খোয়াজাকেও। অজি অধিনায়কের এই ব্যবহার মন ছুঁয়ে গিয়েছে সবার। 


উল্লেখ্য, চতুর্থ টেস্টে ট্রেভিস হেডের বদলে মিডল অর্ডারে ব্যাটিং করেন খাজা। দু’বছর পর টেস্ট দলে ফিরে দুই ইনিংসেই শতরান করেন তিনি। সিডনিতে প্রথম ইনিংসে ১৩৭ রান করার পর দ্বিতীয় ইনিংসে ১০১ রানে অপরাজিত থাকেন তিনি। এবার তাঁকে ওপেন করার সুযোগ দেওয়া হচ্ছে। মেলবোর্নে তৃতীয় টেস্টের পর করোনা আক্রান্ত হওয়ায় সিডনি টেস্টে খেলতে পারেননি ট্রেভিস হেড। কিন্তু হোবার্টে ফিরেই ফের একবার শতরান হাঁকান হেড। 



এই সিরিজের প্রথম টেস্টে ৯ উইকেটে জয় পায় অস্ট্রেলিয়া। দ্বিতীয় টেস্টে জয় আসে ২৭৫ রানে। এরপর তৃতীয় টেস্ট ইনিংস ও ১৪ রানে জিতে সিরিজ দখল করে অস্ট্রেলিয়া। চতুর্থ টেস্টে অবশ্য দ্বিতীয় ইনিংসে ৯ উইকেট পড়ে যাওয়ার পরেও ম্যাচ ড্র করতে সক্ষম হয় ইংল্যান্ড। শেষ টেস্টে হোবার্টে ফের জিতে সিরিজ ৪-০ করে নিল অস্ট্রেলিয়া।