সিডনি: করোনা আক্রান্ত হয়ে অ্যাশেজের চতুর্থ টেস্ট থেকে ছিটকে গিয়েছেন ট্রাভিস হেড। তাঁর বদলি হিসেবে এবার সিডনি টেস্টে অস্ট্রেলিয়া (australia) স্কোয়াডে ঢুকে পড়লেন উসমান খোয়াজা (Usman Khawaja)। প্রায় ২ বছর পর ফের জাতীয় দলে ডাক পেলেন এই বাঁহাতি তারকা ব্যাটার। আগামী বুধবার থেকে শুরু অ্যাশেজের (ahses) চতুর্থ টেস্ট। ২০১৯ সালে ইংল্যান্ডে হওয়া অ্যাশেজে শেষবার অস্ট্রেলিয়ার জার্সিতে খেলতে নেমেছিলেন খোয়াজা। দলে ডাক পাওয়ার পর খোয়াজা বলেন, ''দলে ডাক পেলে খুব ভাল লাগে। আমি প্রায় এক মাসের ওপর হল খেলার মধ্যে নেই। তবে আশা করি সময়টা আর দীর্ঘ হবে না। সিডনিতে ব্যাট করার সুযোগ পেলে ও ১ ঘণ্টা কাটিয়ে দিতে পারলে আশা করি আমার পক্ষে সুবিধা হবে ছন্দ খুঁজে পাওয়া।'' তিনি আরও বলেন, ''আমার মনে হয় এই ম্যাচকে সুযোগ হিসেবে নিতে হবে আমাকে। হেডের জায়গায় আমাকে দলে নেওয়া হয়েছে। আশা করি আমি শতরান পাব, বা এমন কিছু করতে পারব যাতে অস্ট্রেলিয়াকে সুবিধেজনক জায়গায় নিয়ে যেতে পারি।''
ক্রিকেট অস্ট্রেলিয়ার তরফে হেডের করোনা আক্রান্ত হওয়ার খবর জানিয়ে এক বিবৃতি দেওয়া হয়েছে। সেখানে জানানো হয়েছে, ''রুটিন মাফিক সব ক্রিকেটার, তাঁদের পরিবার ও সাপোর্ট স্টাফদের কোভিড পরীক্ষা করা হয়েছিল। আরটি-পিসিআর টেস্টে হেডের রিপোর্ট পজিটিভ এসেছে। এই মুহূর্তে তিনি মেলবোর্নে নিভৃতবাসে রয়েছেন। তাঁর শরীরে কোনও উপসর্গ নেই। আশা করা হচ্ছে যে পঞ্চম টেস্টের আগে তিনি সুস্থ হয়ে উঠবেন।'' এদিকে হেড কোভিড আক্রান্ত হওয়ার পর মিচেল মার্শ, নিক ম্যাডিনসন ও জশ ইংলিশকে দলে নিয়েছে অস্ট্রেলিয়া।
অ্যাশেজে (ashes) মেলেবাের্ন (melbourne) টেস্টের দ্বিতীয় দিনের খেলা শুরুর আগেই কোভিড আতঙ্ক ছড়িয়ে পড়েছিল। ইংল্যান্ড (england) শিবিরের ৪ জনের কোভিড পজিটিভ (covid 19) রিপোর্ট এসেছে। তাঁদের মধ্যে রয়েছেন ২ জন সাপোর্ট স্টাফ ও ২ জন পরিবারের সদস্য। পরিস্থিতির গুরুত্ব উপলব্ধি করে টিম হোটেল থেকে মাঠ ছাড়ার আগেই ফের একবার র্যাপিড অ্যান্টিজেন টেস্ট হয়। এরপরই তাঁদের রিপোর্ট নেগেটিভ আসার পরই মাঠে নামার অনুমতি দেওয়া হয়। ক্রিকেট অস্ট্রেলিয়ার তরফে বিবৃতি দিয়ে জানিয়ে দেওয়া হয়েছে যে আতঙ্কের আপাতত কিছু নেই। কোভিড আক্রান্তরা এই মুহূর্তে আইসোলেশনে রয়েছেন।