হোবার্ট: সিরিজ আগেই পকেটে পুরে নিয়েছিল অস্ট্রেলিয়া। প্রথম ৩ টেস্টে পরপর জিতে সিরিজে জিতেছিল প্যাট কামিন্সের দল। তবে সিডনি টেস্ট দুর্দান্তভাবে বাঁচিয়ে দিয়েছিল ইংল্যান্ড। আজ থেকে হোবার্টে শুরু হল এবারের অ্যাশেজের শেষ টেস্ট। বৃষ্টির জন্য কিছুটা দেরিতে শুরু হয় খেলা। এদিন টস জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেন জো রুট। জশ বাটলারের জায়গায় এই ম্যাচের মাধ্যমেই টেস্ট ক্রিকেটে অভিষেক হল স্যাম বিলিংসের। অন্যদিকে আগের ম্যাচে আঙুলে চোট পাওয়া জনি বেয়ারস্টোর বদলে ররি বার্নস। এর আগে সিডনি টেস্টে তাঁকে বসিয়ে জ্যাক ক্রলিকে খেলানো হয়েছিল। কিন্তু আরেক ওপেনার হাসিব হামিদ পরপর ৪ টেস্টে ব্যর্থ হওয়ায় তাঁকে বসিয়ে ফের বার্নসকে নিয়ে আসা হল প্রথম একাদশে।
অস্ট্রেলিয়াও তাদের একাদশে একটি বদল করেছেন। মার্কাস হ্যারিসকে বসিয়ে তাঁর বদলি ওপেনিংয়ে খেলানো হচ্ছে উসমান খোয়াজাকে। আগের ম্যাচে ২ ইনিংসেই শতরান হাঁকিয়েছিলেন খোয়াজা। করোনা আক্রান্ত ট্রেভিস হেডের বদলি হিসেবে এসেছিলেন তিনি। হেড করোনা থেকে সেরে উঠে ফের দলে যোগ দিয়েছেন ফলে অফফর্মের হ্যারিসকেই বসানোর সিদ্ধান্ত নিয়েছে টিম ম্যানেজম্যান্ট।
চতুর্থ টেস্টে ট্রেভিস হেডের বদলে মিডল অর্ডারে ব্যাটিং করেন খাজা। দু’বছর পর টেস্ট দলে ফিরে দুই ইনিংসেই শতরান করেন তিনি। সিডনিতে প্রথম ইনিংসে ১৩৭ রান করার পর দ্বিতীয় ইনিংসে ১০১ রানে অপরাজিত থাকেন তিনি। এবার তাঁকে ওপেন করার সুযোগ দেওয়া হচ্ছে। মেলবোর্নে প্রথম ইনিংসে ৭৬ রান করলেও, চলতি সিরিজে মাত্র ২৯.৮৩ গড়ে ১৭৯ রান করেছেন মার্কাস হ্যারিস। সেই কারণেই তিনি বাদ পড়েছেন।
এই সিরিজের প্রথম টেস্টে ৯ উইকেটে জয় পায় অস্ট্রেলিয়া। দ্বিতীয় টেস্টে জয় আসে ২৭৫ রানে। এরপর তৃতীয় টেস্ট ইনিংস ও ১৪ রানে জিতে সিরিজ দখল করে অস্ট্রেলিয়া। চতুর্থ টেস্টে অবশ্য দ্বিতীয় ইনিংসে ৯ উইকেট পড়ে যাওয়ার পরেও ম্যাচ ড্র করতে সক্ষম হয় ইংল্যান্ড। এবার লড়াই শেষ টেস্টে। অস্ট্রেলিয়া কি সিরিজ ৪-০ করতে পারবে? না কি ইংল্যান্ড প্রত্যাঘাত করবে? লড়াই শুরু।