সন্দীপ সরকার, কলকাতা: অ্যাডমিট কার্ড না পেয়ে অধ্যাপক, কর্মীদের তালাবন্দি করে বিক্ষোভ। পড়ুয়াদের দাবি মেনে নেওয়ায় ৫ ঘণ্টা পর বিক্ষোভ উঠল কলকাতা বিশ্ববিদ্যালয়ের কলেজ স্ট্রিট ক্যাম্পাসে। বিশ্ববিদ্যালয় সূত্রে খবর, সংশ্লিষ্ট কলেজ কর্তৃপক্ষের অনুমোদন পেলে পড়ুয়ারা পাবেন অ্যাডমিট।                                     

  


ঠিক কী হয়েছে? 


ছুটির আগে গেটের বাইরে পড়েছে তালা। বিশ্ববিদ্যালয়ের আটকে পড়লেন অধ্যাপক, কর্মীরা। অ্যাডমিট কার্ড না পেয়ে পড়ুয়া বিক্ষোভে বৃহস্পতিবার দুপুরে এভাবেই উত্তপ্ত হয়ে ওঠে কলকাতা বিশ্ববিদ্যালয়ের কলেজ স্ট্রিট ক্যাম্পাস। পড়ুয়াদের দাবি শেষ পর্যন্ত মেনে নেওয়ায় ৫ ঘণ্টা পর ওঠে বিক্ষোভ। কলকাতা বিশ্ববিদ্যালয়ের তৃতীয় ও পঞ্চম সিমেস্টারের পরীক্ষা ১৫ জানুয়ারি, অর্থাৎ  শনিবার। সূত্রের খবর, নির্দিষ্ট সময়ের মধ্যে যে ছাত্রছাত্রীরা আবেদন জানাননি, তাঁরা অ্যাডমিট কার্ড পাননি।                             


পরীক্ষায় বসার দাবিতে বিক্ষোভ দেখান সেরকমই শতাধিক পড়ুয়া। অনলাইনে ফের আবেদন করার সুযোগ দেওয়ার দাবি জানান তাঁরা। বিক্ষোভ চলাকালীন এদিন আচমকা কলেজ স্ট্রিট ক্যাম্পাসের বাইরে তালা মেরে দেন বিক্ষোভকারী পড়ুয়ারা। নিরাপত্তারক্ষীদের সঙ্গে ধস্তাধস্তিতে ভেঙে যায় বিশ্ববিদ্যালেয়র গেট।                                                             


শেষ পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের আধিকারিকদের সঙ্গে বৈঠকে বসেন বিক্ষোভকারীদের কয়েকজন প্রতিনিধি। পড়ুয়াদের দাবি, অ্যাডমিট কার্ডের বিষয়ে তাদের বক্তব্য মেনে নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আবেদন জানানোর জন্য পোর্টাল খোলা হবে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বিশ্ববিদ্যালয় সূত্রে খবর, যেসব পড়ুয়া অ্যাডমিট নেননি, তাঁদেরকে নিজেদের কলেজ থেকে অনুমোদনের ব্যবস্থা করতে হবে। তাহলেই ফের আবেদনের সুযোগ মিলবে।                                                               


Education Loan Information:

Calculate Education Loan EMI