নয়াদিল্লি: গতকাল ঘরের মাঠে শেষ আন্তর্জাতিক ম্যাচ খেললেন আশিষ নেহরা। তাঁর বিদায়ী ম্যাচে ভারত নিউজিল্যান্ডকে টি ২০ সিরিজের প্রথম ম্যাচে ৫৩ রানে হারিয়েছে। পুরো ম্যাচ জুড়েই বাঁহাতি বর্ষীয়ান পেসার নেহরাকে নিয়ে আবেগ দেখা গিয়েছে সহ খেলোয়াড় থেকে গ্যালারিতে। ম্যাচ জিতে নেহরার অবসরকে স্মরণীয় করে রাখল বিরাট কোহলির ভারত। ম্যাচ শেষে অধিনায়ক কোহলি, শিখর ধবনরা কাঁধে তুলে নিলেন নেহরাকে।
ম্যাচ চলাকালে ফিল্ডিংয়ের সময় নেহরার ফুটবল দক্ষতাও দেখা গেল, যা দেখে খুশি চেপে রাখতে পারলেন না কোহলি। হাততালি দিলেন তিনি। সেইসঙ্গে যজুবেন্দ্র চাহলও।
ওই ঘটনার ভিডিও বিসিসিআই ট্যুইটারে পোস্ট করেছে।