রঞ্জি ট্রফি: লাহলিতে বাংলার পেসারদের দাপট, দিন্দার ৬ উইকেট, ৯৭ রানে অল আউট বরোদা
ABP Ananda, web desk
Updated at:
21 Nov 2016 02:53 PM (IST)
NEXT
PREV
লাহলি: লাহলিতে বাংলা পেসারদের দাপট৷ বরোদার প্রথম ইনিংস শেষ মাত্র ৯৭ রানে৷ ৬ উইকেট অশোক দিন্দার৷ ৩টি উইকেট মুকেশ কুমারের৷ লাহলির সুবজ পিচে বাংলার প্রথম একাদশে একমাত্র স্পিনার প্রজ্ঞান ওঝা৷ এদিন দিন্দা-মুকেশ-কুইল্যা এই ত্রয়ী পেস আক্রমনে ইরফান পাঠানের বরোদার চারজন ব্যাটসম্যান ছাড়া বাকি কেউই দুই অঙ্কের রানে পৌছতে পারেননি৷ জবাবে ব্যাট করতে নেমে অভিমুন্য ঈশ্বরণের উইকেট হারিয়ে খানিকটা চাপে বাংলা৷
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -