কলকাতা: অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপের মঞ্চ থেকে তাঁর নিজের আন্তর্জাতিক ক্রিকেটের আঙিনায় পরিচিতি পাওয়া| নিজের চোখে দেখেছেন, কীভাবে যুব বিশ্বকাপের সাফল্য ক্রিকেটারদের প্রতিষ্ঠার সোপান হয়ে দাঁড়ায়| অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপে প্রথমবার ফাইনাল খেলতে নামছে বাংলাদেশ| প্রতিপক্ষ ভারত| আর রবিবারের সেই ম্যাচের আগে উত্তেজনায় ফুটছেন মহম্মদ আশরাফুল| বাংলাদেশ ক্রিকেটের প্রথম তারকা মনে করা হয় যাঁকে| ভারতকে ফেভারিট বেছে নিলেও যিনি মনে করেন, চাপমুক্ত হয়ে মাঠে নেমে খেলা উপভোগ করতে পারলে হিসেব উল্টেও দিতে পারে তাঁর দেশের জুনিয়ররা|
ইসলামি ব্যাঙ্ক ইস্ট জোনের হয়ে বাংলাদেশ ক্রিকেট লিগ (বিসিএল) খেলছেন আশরাফুল| সাউথ জোনের সঙ্গে ম্যাচ শুরু হয়েছে শুক্রবার থেকেই| দিনের খেলার শেষে কক্সবাজার থেকে মোবাইল ফোনে ৩৫ বছরের ক্রিকেটার বললেন, "ভারত শক্তিশালী দল| অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপে দারুণ রেকর্ড| ফাইনালে ভারতই ফেভারিট| বাংলাদেশের ক্রিকেটারদের চাপমুক্ত হয়ে মাঠে নামতে হবে| তাহলেই অঘটন সম্ভব|"
প্রথমবার অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপের ফাইনালে পৌঁছনো বাংলাদেশ ক্রিকেটের কাছে কতটা তাৎপর্যপূর্ণ? "সাম্প্রতিক আইসিসি টুর্নামেন্টগুলোয় আমাদের সিনিয়র দলের সময়টা ভাল যাচ্ছে না| ২০১৯ ক্রিকেট বিশ্বকাপে ভাল খেললেও ফল আমাদের বিপক্ষে গিয়েছিল| অষ্টম স্থানে শেষ করতে হয়েছিল| সেদিক থেকে দেখলে জুনিয়র দলের এই সাফল্য খুবই ইতিবাচক| ২০১৬ সালে জুনিয়র বিশ্বকাপে তৃতীয় হওয়াটাই এখনও পর্যন্ত আমাদের সেরা সাফল্য ছিল| এবার ছেলেরা সেই পারফরম্যান্সকে ছাপিয়ে গিয়েছে," বলছিলেন আশরাফুল| যোগ করলেন, "গত দু'বছরে বাংলাদেশ ক্রিকেট বোর্ড জুনিয়রদের জন্য অনেক কাজ করেছে| ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকার মতো দেশে গিয়ে সিরিজ খেলে এসেছে| জুনিয়ররা অনেকটা তৈরি হয়েই বিশ্বকাপে গিয়েছে|"
আশরাফুল নিজে দুটি অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছেন| ২০০০ সালে যুবরাজ সিংহ-মহম্মদ কাইফকে দেখেছেন| ২০০২ সালে হাসিম আমলা, ইরফান পাঠান, গ্রেম স্মিথদের বিরুদ্ধে খেলেছেন| যুব বিশ্বকাপ খেলেই প্রত্যেকে পরিচিত মুখ হয়ে উঠেছিলেন বিশ্বক্রিকেটে| আশরাফুল বলছেন, "আমার সময়ের তারকারা হোক বা পরবর্তীকালে বিরাট কোহলি, কেন উইলিয়ামসনরা, অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ অনেক প্রতিভার বিকাশ ঘটিয়েছে| আমাদের ছেলেদের কাছেও এটা বিরাট মঞ্চ| এই আত্মবিশ্বাস ওদের আজীবন উৎসাহ জোগাবে|" তবে আশরাফুলের মতে, বাংলাদেশের এই ক্রিকেটারদের নিয়ে অতিরিক্ত মাতামাতি না করে ওদের সময় দেওয়া উচিত| অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপের পর অনূর্ধ্ব ২৩, এ দল, ধাপে ধাপে আন্তর্জাতিক ক্রিকেটে সুযোগ দিলে অনেকেই ভবিষ্যতের ভরসা হয়ে উঠবে বলে বিশ্বাস তাঁর|
বাংলাদেশের এই দলের কারা রবিবার ভারতের পথে কাঁটা হয়ে উঠতে পারেন? আশরাফুল বলছেন, "বাঁহাতি ব্যাটসম্যান তাঞ্জিদ তামিম রয়েছে| ঘরোয়া ক্রিকেটে মহমেডানের হয়ে লিস্ট এ খেলেছি| আমাদের বিরুদ্ধে শাহিনপুকুরের হয়ে খেলে একটা ম্যাচে সেঞ্চুরি করে জিতিয়েছিল| মাহমুদুল জয় সেমিফাইনালে সেঞ্চুরি করেছে| খুবই প্রতিশ্রুতিমান| বাঁহাতি স্পিনার রাকিবুল হাসান চলতি বিশ্বকাপে দুটি ম্যাচে পাঁচ উইকেট করে পেয়েছে| ওরা ছন্দে থাকলে ভারতের কাজটা সহজ হবে না| একটা লম্বা পার্টনারশিপ দরকার তাহলেই ভারতকে চাপে ফেলা যাবে"
ওজন কমিয়েছেন কঠোর শরীরচর্চা আর ডায়েট মেনে| এখনও আন্তর্জাতিক ক্রিকেটে প্রত্যাবর্তনের স্বপ্ন দেখেন ৩৫ বছরের আশরাফুল| গড়াপেটা কেলেঙ্কারি, নির্বাসনের মতো অভিশপ্ত অধ্যায় ভুলে| মনে করেন, ভারত-বাংলাদেশ দ্বৈরথই এখন এশীয় ক্রিকেটের সেরা আকর্ষণ| ফাইনালের আগে বাংলাদেশের ক্রিকেটারদের কী পরামর্শ দেবেন? আন্তর্জাতিক ক্রিকেটে ৯ সেঞ্চুরির মালিক আশরাফুল বলছেন, "মাথা ঠাণ্ডা রাখো| বিশ্বকাপ ফাইনাল ভেবে মাঠে নেমো না| খেলাটা উপভোগ করো| তাহলেই সাফল্য আসবে|"
ভারতই ফেভারিট, চাপমুক্ত হয়ে মাঠে নামলে হিসেব বদলে দিতে পারে বাংলাদেশ, বলছেন আশরাফুল
সন্দীপ সরকার
Updated at:
07 Feb 2020 08:43 PM (IST)
রবিবার অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ ফাইনালে মুখোমুখি ভারত-বাংলাদেশ। মহারণের আগে প্রিয়ম গর্গদের এগিয়ে রাখলেন বাংলাদেশের তারকা ক্রিকেটার মহম্মদ আশরাফুল। কিভাবে ভারত বধ সম্ভব, বাংলাদেশের জুনিয়রদের দিলেন সেই মন্ত্রও।
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -